২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

ফিরেই ব্যস্ত মম, তবে...

-

এক যুগেরও বেশি সময় ধরে অভিনয় করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুণী অভিনেত্রী জাকিয়া বারী মম। অভিনয় জীবনের শুরু থেকেই মমকে ভালো ভালো গল্পের নাটক-টেলিফিল্মে অভিনয়ের জন্য তার মা ফোন দিয়ে অনুপ্রাণিত করতেন, অভিনয়ের প্রশংসা করতেন। কিন্তু বিগত বেশ কিছুদিন যাবত মায়ের কাছ থেকে পেশাগত কাজের ব্যাপারে অনুপ্রেরণা দেয়া কিংবা কোনো ভালো চরিত্রে অভিনয়ের জন্য প্রশংসা আসা যেন অনেকটাই কমে যায়। কিন্তু গত ৩ জুলাই এনটিভিতে চয়নিকা চৌধুরীর ৪০০তম নাটক ‘গল্প নয়’ প্রচারের পর সেই নাটকটি মমর মা দেখেন। সাথে তার বাবাও নাটকটি উপভোগ করেন। নাটকটির গল্প এবং এতে মমর অভিনয়ে ভীষণ আবেগি হয়ে উঠেছিলেন মমর মা। মমর মা আয়েশা আকতার একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক। মায়ের কাছ থেকে ‘গল্প নয়’ নাটকে অভিনয়ের জন্য প্রশংসা শুনে মম প্রায় কেঁদেই ফেলেছিলেন। মম বলেন, ‘সত্যি বলতে কী, আগে আম্মু আমার প্রায় প্রতিটি কাজই দেখার চেষ্টা করতেন। আব্বুও ঠিক তাই। কিন্তু এখন গল্পে ভিন্নতা না থাকায় আম্মু নাটক দেখার প্রতি তেমন আগ্রহ পান না। যে কারণে আম্মু ফোন করলেও জীবনের গল্প নিয়ে কথা হলেও নাটক বা অভিনয় সংক্রান্ত তেমন কোনো কথাই হয় না। কিন্তু গল্প নয় নাটকটি প্রচারের পর আম্মু আমাকে ফোন করে অনেক ইমোশনাল হয়ে পড়েছিলেন। অনেক দিন পর আমার অভিনীত নাটক তাকে ভীষণ আবেগি করে তুলেছিলেন। আব্বুও নাটকটি প্রসঙ্গে আমার সাথে কথা বলেছেন। আম্মু আর আব্বুর কাছ থেকে দীর্ঘ দিন পর কোনো নাটকের ব্যাপারে এতটা ভালোলাগার কথা শুনে আমার ভীষণ ভালো লেগেছিল। ধন্যবাদ চয়নিকা দিদিকে আমাকে এমন সময়ে এমন অসাধারণ একটি চরিত্রে কাজ করার সুযোগ দেয়ার জন্য। নাটকটি প্রচারের পর থেকে দর্শকের কাছ থেকেও অনেক সাড়া পাচ্ছি। করোনার মধ্যে অনেক রিস্ক নিয়ে, অনেক কষ্ট করে কাজটি করলেও দর্শকের ভালোবাসায় নিজেকে সিক্ত করে অনুপ্রাণিত হচ্ছি আরো ভালো গল্পের নাটকে কাজ করার।’ এ দিকে মম এরই মধ্যে শেষ করেছেন আনিসুর রহমান মিলনের নির্দেশনায় এজাজ মুন্নার রচনায় ‘মুনিরা মঞ্জিল’ নাটকের কাজ। এতে মমর দাদা-দাদীর চরিত্রে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, মুনিরা মিঠু। দীর্ঘ দিন পর এজাজ মুন্নার রচনায় কোনো নাটকে অভিনয় করেছেন মম। এজাজ মুন্না রচিত ও পরিচালিত আলোচিত নাটক হচ্ছে এনটিভিতে প্রচারিত ২০৪ পর্বের ধারাবাহিক ‘নীড়’।
ছবি : মোহসীন আহমেদ কাওছার


আরো সংবাদ



premium cement
প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড সফরে যাচ্ছেন ভারতীয় ৩ সংস্থার মশলায় ক্যান্সার সৃষ্টিকারী উপাদান সাবেক শিবির নেতা সুমনের পিতার মৃত্যুতে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের শোক গণকবরে লাশ খুঁজছেন শত শত ফিলিস্তিনি মা ভারতের লোকসভা নির্বাচনে আলোচনায় নেতাদের ভাই-বোন ও সন্তান সংখ্যা চীনে শতাব্দীর ভয়াবহ বন্যার শঙ্কা, ঝুঁকিতে ১৩ কোটি মানুষ ভারতের মাঝারি পাল্লার নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ৩ দিনের ব্যবধানে দ্বিতীয়বার চেন্নাইকে হারাল লক্ষৌ ইসরাইলের সামরিক ঘাঁটিতে হামলা হিজবুল্লাহর যুক্তরাষ্ট্রে বিদেশী : ১ মেক্সিকো, ২ ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেও পাকিস্তানে যাবে না ভারত!

সকল