২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

অনলাইনে ইউরো-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড-২০১৯ দেয়ার সিদ্ধান্ত

-

দেশের বর্তমান পরিস্থিতির কথা বিবেচনায় রেখে ইউরো-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড-২০১৯ অনলাইনে দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ৭ জুলাই সিজেএফবির বনানী কার্যালয়ে নির্বাহী কমিটির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। আগামী ২৫ জুলাই আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তারকাদের কাছে হস্তান্তর করা হবে। এর আগেই-২০১৯ এর বছর সেরা পারফর্মার হিসেবে কারা মনোনয়ন পাচ্ছেন এবং সদস্যদের জরিপে কাদের নাম সেরা তালিকায় উঠছে সংবাদপত্র, সোশ্যাল মিডিয়া এবং মনোনয়নপত্রের মাধ্যমে তা জানিয়ে দেয়া হবে। পুরস্কারও নির্ধারিত সময়ের মধ্যেই পৌঁছে দেয়া হবে। আয়োজনটি সার্বিকভাবে সম্পন্ন করতে ইতোমধ্যেই আনুষ্ঠানিক প্রস্তুতি গ্রহণ করেছেন সংগঠনের সদস্যরা। সভায় সংগঠনের সভাপতি তামিম হাসান বলেন, ‘অন্যসব কিছুর মতোই বিভিন্ন অ্যাওয়ার্ড ইভেন্ট এবং যেকোনো ফেস্টিভাল এখন সারা বিশে^ই অনলাইনেই সম্পন্ন করা হচ্ছে। আবার কবে স্বাভাবিক অবস্থায় আমরা ফিরব সেই বিষয়ে কোনো ধারণা আপাতত নেই। সেই দৃষ্টিকোণ থেকেই আমরা এবার ইউরো-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড-২০১৯ অনলাইনেই দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ মিডিয়ার সংশ্লিষ্ট মানুষের নানামুখী বেদনাকালীন এই সময়ে সিজেএফবির এই পুরস্কার একটু হলেও কিছু মানুষের আনন্দের বিষয় হবে বলে মন্তব্য করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক খালেদ আহমেদ। উল্লেখ্য, দেশের প্রধান জাতীয় দৈনিক, অনলাইন নিউজ পোর্টাল এবং টেলিভিশন মিডিয়ার বিনোদন সম্পাদকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবি। ১৯৯৯ সালে প্রতিষ্ঠার পর থেকেই এই সংগঠন সাংস্কৃতিক এবং সামাজিক অঙ্গনে নানারকম কার্যক্রম পরিচালনা করে আসছে, যা সর্বমহলে সমাদৃত। বিশেষ করে বাংলাদেশের মিডিয়ায় সিজেএফবি প্রবর্তিত ইউরো-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড মিডিয়া সংশ্লিষ্ট সবার কাছে অত্যন্ত আকাক্সক্ষার একটি বিষয়। সিজেএফবি এই স্বকীয়তা ধরে রেখেছে প্রতিষ্ঠার পর থেকেই।

 


আরো সংবাদ



premium cement