২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

উড়ছেন নওরীন...

-

নাটক, বিজ্ঞাপন, অনুষ্ঠান সঞ্চালনা, ক্লাসিক বা আধুনিক নৃত্য পরিবেশনÑ সব মাধ্যমেই এখন উড়ন্ত সময় তার। সত্যিকারের একজন শিল্পী শিল্পের সব মাধ্যমেই নিজেকে সঠিক মাত্রায় উপস্থাপন করবেন, এটাই স্বাভাবিক। আর এই অসাধারণ কর্মক্ষমতায় পরিপূর্ণ অভিনেত্রীর নাম নওরীন আফরোজা।
মাঠপর্যায় থেকে টিভি পর্দাÑ সর্বত্র নওরীনের বিচরণ অনেক আগে থেকে দেখে আসছেন মিডিয়াকর্মী ও দর্শক। লকডাউনের পর থেকে অন্য সব মিডিয়া সংশ্লিষ্টদের মতো নওরীনের দিনও কাটছে সপরিবারে, বাড়িতেই। কখনো ছোটবোনকে সাথে নিয়ে বাড়ির আঙিনায় রাখা দোলনায় দুলছেন, কখনো মুঠোফোনে সোশ্যাল মিডিয়ায় ভিডিও কনফারেন্সে আড্ডা দিচ্ছেন, কখনো সহকর্মী এবং বন্ধুদের সাথে জমিয়ে লুডো খেলছেন, কখনো টিকটিক মেকিং আর আপলোড, আবার মাঝে মধ্যে বাড়ির বাজারঘাট এবং টুকটাক রান্না করেই করোনাকালের সময় পার করছেন তিনি। কিছু সময় দেশ এবং মিডিয়ায় নজর দিচ্ছেন সর্বশেষ বৈশ্বিক পরিস্থিতি জানতে। মন ভালো থাকে না বেশির ভাগ সময়। কবে আগের দিন ফিরে আসবে? আবার কবে ক্যামেরার সামনে দাঁড়াতে পারবেন? এসব চিন্তার মাঝেও নিজে এবং পরিবারের সদস্যরা যেন সুস্থ এবং স্বাভাবিক থাকে বাড়ির বড় মেয়ে হিসেবে এই দায় দায়িত্ব রয়েছে নওরীনের।
২০১০ সালে চ্যানেল আইয়ের ৫২ পর্বের ড্রামা সিরিয়াল ‘অতি লোভে তাঁতি নষ্ট’র একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের মাধ্যমে নওরীন নিজের স্বকীয়তা স্থায়ীভাবে তুলে ধরেন আমাদের আধুনিক মিডিয়ায়। এর আগে ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত এটিএন বাংলার শিশুতোষসহ বিভিন্ন অনুষ্ঠানের সঞ্চালক ভূমিকা ক্যামেরার সামনে তার কর্মদক্ষতা বৃদ্ধি করেছে। এখন পর্যন্ত এক পর্ব, ধারাবাহিক, টেলিফিল্ম, সব মিলিয়ে অর্ধশতাধিক টিভি নাটকে অভিনয় করেছেন তিনি। অতি লোভে তাঁতি নষ্ট, মালদ্বীপে সে দিন, সেলফি, আমি এবং আমার ইচ্ছে, অঞ্জলী, ধন্যবাদ ভালোবাসা, উই আর ফ্রেন্ডস, ভালোবাসার রংধনু এমন নাটকগুলো বারবার দর্শকদের মনে করিয়ে দেয় নওরীন আফরোজার স্বকীয়তা।
বিজ্ঞাপনচিত্রেও দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। অনেক বিজ্ঞাপনের মধ্যে ইউনাইটেড হসপিটাল, মধুমতি সিটি, প্রাণ ফ্রুুটো চুইংগাম, আরএফএলের একাধিক পণ্য, আইসিএল ব্যালেন্স ফান্ড-চলমান এই টিভিসিগুলো মডেল হিসেবেও নওরীনকে ভিন্নভাবে চিহ্নিত করেছে। প্যারাস্যুট বিউটি কনটেস্ট, ম্যাজিক বাউলিয়ানা টিভি প্রোমো, বিজিএমইএ-ইউনিলিভারের ডকুড্রামার কেন্দ্রীয় চরিত্রে নিজের কাজের মুন্সিয়ানা আরো স্পষ্ট করেছেন নওরীন। এই ডকুড্রামাগুলো তাকে ক্রমে প্রশংসিত করেছে বাংলাদেশের মিডিয়ায়। এটিএন, চ্যানেল আই, একুশে টিভি, এনটিভি, আরটিভি, বাংলাভিশন, মাছরাঙা, গাজী টিভি, এশিয়ান বলতে গেলে সব চ্যানেলেই নওরীন নানা মাত্রার অনুষ্ঠান সঞ্চালনা করেছেন নিয়মিত।

 


আরো সংবাদ



premium cement