২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

সতর্কতা নিয়েই ফিরলেন ছন্দা

সতর্কতা নিয়েই ফিরলেন ছন্দা -

গুণী অভিনেত্রী গোলাম ফারিদা ছন্দা বেশ সতর্কতা অবলম্বন করেই করোনার মধ্যে ঝুঁকি নিয়ে। স্বাস্থ্যবিধি মেনে শুটিংয়ে ফিরেছেন। এস এম কামরুজ্জামান সাগরের নির্দেশনায় টেলিভিশন কাহিনীচিত্র ‘বাবারা সব পারে’তে অভিনয়ের মধ্য দিয়ে ছন্দা বিরতির পর অভিনয়ে ফিরেছেন। গত ২৫ ও ২৬ জুন ছন্দা কাহিনীচিত্রটির শুটিংয়ে অংশ নিয়েছেন। ছন্দা জানান, চলতি মাসে তিনি অভিনয়ে একটু বেশিই নিয়মিত হবেন। চলতি মাসেই তিনি বাংলাদেশ টেলিভিশনের জন্য তৌহিদের পরিচালনায় একটি ঈদের নাটকের শুটিংয়ে অংশ নেবেন। বিরতির পর শুটিংয়ে ফেরা প্রসঙ্গে ছন্দা বলেন, ‘বিগত বেশ কিছুদিন যাবতই অনেকগুলো নাটকে কাজ করার প্রস্তাব পেয়ে আসছিলাম। কিন্তু কাজ করার আগ্রহ হচ্ছিল না। কামরুজ্জামান সাগরের নাটকটির গল্পটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। যে কারণে একটু রিস্ক নিয়েই কাজটি করেছি। সব মিলিয়ে আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনেই কাজটি করেছি। সাগর অনেক যতœ নিয়ে কাহিনীচিত্রটি নির্মাণ করেছেন।’ ‘বাবারা সব পারে’ শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। কাহিনীচিত্রটি রচনা করেছেন পাপ্পু রাজ। এতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদসহ আরো বেশ ক’জন শিল্পী। ছন্দা জানান, চারদিন কিংবা পাঁচদিন ধরে শুটিং করতে হবে এমন নাটকের কাজ আপাতত এড়িয়ে যাবেন। কারণ করোনার ভয়াবহতা দিন দিন বেড়েই চলেছে। তাই নিরাপদ থাকতে দু-এক দিনের শুটিংয়ের কাজগুলো করা যেতে পারে বলেও তিনি জানিয়েছেন। করোনায় লকডাউন শুরুর আগে ছন্দা সতীর্থ রহমানের নির্দেশনায় ‘স্বপ্ন মৃত্যু কিংবা ভালোবাসার গল্প’ নাটকে অভিনয় করেন। এটি স্বাধীনতা দিবসের একটি বিশেষ নাটক ছিল। এতে ছন্দার বোনের চরিত্রে অভিনয় করেন মৌটুসী বিশ^াস।
ছবি : মোহসীন আহমেদ কাওছার


আরো সংবাদ



premium cement
প্রথম ধাপের উপজেলা ভোটে ২৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিখ্যাত চালকবিহীনবিমানের আবিষ্কারক কটিয়াদীতে আসছেন গাজার গণকবরের ‘বিশ্বাসযোগ্য ও স্বাধীন’ তদন্তের আহ্বান জাতিসঙ্ঘের চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা পেকুয়ায় জমি নিয়ে সংঘর্ষে আহত ১৪ তড়িঘড়ি ও জোরপূর্বক একীভূতকরণ ব্যাংকিং খাতে অব্যাহত দায়মুক্তির নতুন মুখোশ : টিআইবি লেবাননে ইসরাইলি হামলায় ইরান সমর্থিত যোদ্ধা নিহত জিম্বাবুয়ে সিরিজের জন্য ক্যাম্পে ডাক পেলেন ১৭ ক্রিকেটার, নেই সাকিব-মোস্তাফিজ উত্তর গাজায় আবারো ইসরাইলের গোলাবর্ষণ ধামরাইয়ে তাপদাহে জনজীবন কাহিল, ডায়রিয়াসহ জ্বরে আক্রান্ত হচ্ছে মানুষ মিয়ানমার থেকে দেশে ফিরছেন ১৭৩ বাংলাদেশী

সকল