২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

‘সে দিন বৃষ্টি এসেছিল’তে নাবিলা ইসলাম

-

গত ২৭ জুন করোনার কারণে বিরতি শেষে অভিনয়ে ফিরেছেন ছোটপর্দার এই সময়ের প্রিয় মুখ নাবিলা ইসলাম। অভিনয়ে ফিরে এসেই তিনি ঈদ ধারাবাহিক ও খণ্ডনাটকে কাজ করা নিয়ে বেশ ব্যস্ত হয়ে উঠেছেন। তবে এবার নাবিলা তার ভালোলাগার একটি গল্পে অভিনয় করতে যাচ্ছেন। নাটকের নাম ‘সে দিন বৃষ্টি এসেছিল’। মূলত এটি মা ও মেয়ের গল্প নিয়ে নাটক। নাটকটি রচনা করেছেন ফারিয়া হোসেন। নাবিলা ইসলাম জানান, এরই মধ্যে তিনি স্ক্রিপ্ট পেয়েছেন। তার কাছে স্ক্রিপ্টটি ভীষণ ভালো লেগেছে। যেহেতু এখনো নাটকটির শুটিং শুরু হয়নি, তাই আপাতত তিনি এখনই গল্প প্রসঙ্গে কিছু বলতে চাচ্ছেন না। তবে নাবিলা জানান, গল্পটার প্রতি ভীষণ আবেগ কাজ করছে তার। যে কারণে নাটকটিতে কাজ করার আগে তার বেশ প্রস্তুতিও রয়েছে বলে জানান তিনি। ‘সে দিন বৃষ্টি এসেছিল’ নাটকটি নির্মাণ করবেন করোনাজয়ী বিশিষ্ট নাট্যপরিচালক এমদাদুল হক খান। স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনেই তিনি নাটকটি নির্মাণ করবেন বলে জানিয়েছেন নির্মাতা এমদাদুল হক খান। আসছে ঈদে একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারের জন্য এমদাদ নাটকটি নির্মাণ করবেন বলে জানান। করোনার এই ক্রান্তিকালে নাটকের কাজ করা প্রসঙ্গে নাবিলা ইসলাম বলেন, ‘এরই মধ্যে বিজ্ঞাপন এবং নাটকের কাজ করেছি। মনে প্রচণ্ড ভয় নিয়েই কাজ করছি। যারাই কাজ করছেন প্রত্যেকেই স্বাস্থ্যবিধি মেনেই কাজ করার সর্বোচ্চ চেষ্টা করছেন। আমি নিজেকে যতটা নিরাপদে রেখে শুটিং করা যায় সেটাই করার চেষ্টা করছি। যেহেতু অভিনয়ই পেশা, তাই করোনার এই দুঃসময়ে যথাযথভাবে নিয়ম মেনেই পেশাগত কাজ করে যেতে হবে। বাকিটা আল্লøাহ ভরসা। এমদাদ ভাইয়ের নির্দেশনায় এবারই প্রথম কাজ করতে যাচ্ছি। শ্রদ্ধেয় ফারিয়া হোসেনের গল্পে এর আগেও বেশ কয়েকটি নাটকের কাজ করেছি। তার গল্পের প্রতি একটা অন্যরকম ভালোলাগা কাজ করে সবসময়ই। ‘সে দিন বৃষ্টি এসেছিল’র গল্পটাও আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ভালোভাবে কাজটি হলেই আশা করা যায় এটি এবারের ঈদে আমার করা একটি অন্যতম কাজ হবে।’ নাবিলা ইসলাম এরই মধ্যে শরাফ আহমেদ জীবনের নির্দেশনায় বাংলালিংকের একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। গতকাল থেকেই বিজ্ঞাপনটির প্রচার শুরু হয়েছে। নাবিলা জানান, বিজ্ঞাপনটির জন্য এরই মধ্যে বেশ সাড়া পেতে শুরু করেছেন তিনি।


আরো সংবাদ



premium cement