১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

জন্মদিনে সৈয়দ আবদুল হাদী

-

সৈয়দ আবদুল হাদী, বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের জীবন্ত কিংবদন্তি। গতকাল ছিল তার জন্মদিন। বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে অনেক কালজয়ী গান তিনি উপহার দিয়েছেন। আধুনিক, দেশাত্মবোধক ও চলচ্চিত্রে গাওয়া তার বেশির ভাগ গানই গেঁথে আছে ভক্ত-শ্রোতার মনে। একুশে পদকপ্রাপ্ত একজন সৈয়দ আবদুল হাদীকে নিয়ে আজ থেকে পাঁচ বছর আগে তারই জন্মদিনে তাকে নিয়েই একটি বিশেষ গান করা হয়েছিল। গানটির শিরোনাম ছিল ‘তুমি ছুঁয়েছ নীলিমার নীল’। ওমর ফারুকের কথায় ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত পরিচালক ফরিদ আহমেদের সুর সঙ্গীতে গানটিতে কণ্ঠ দিয়েছিলেন ফাহমিদা নবী, মুহিন, চম্পাসহ আরো বেশ কয়েকজন শিল্পী। অভি মঈনুদ্দীনের সার্বিক তত্ত্বাবধানে গানটি প্রযোজনা করেছিলেন ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ধ্রুব গুহ। বরেণ্য সঙ্গীতশিল্পী সৈয়দ আবদুুল হাদী আজ ৮০ বছরে পা রাখছেন। তবে দিনটিকে ঘিরে কোনো পরিকল্পনা নেই। অবশ্য সৈয়দ আবদুুল হাদী জানান, কখনোই তার জন্মদিন নিয়ে বিশেষ কোনো আয়োজন তিনি করেননি। সবাই দিনটিতে শুভেচ্ছা জানান, দোয়া করেন, এটাই তার বড় প্রাপ্তি। তিনি আরো জানান, তার ৭৫তম জন্মদিনে অনন্যা রুমার প্রযোজনায় ‘চ্যানেল আই তারকাকথন’ শুধু একবারই তার জন্মদিন বিশেষভাবে উদযাপনের সুযোগ পেয়েছিল। সৈয়দ আবদুুল হাদী বলেন, ‘কখনোই জন্মদিন নিয়ে বিশেষভাবে উদযাপনের আগ্রহ আমার ছিল না। এখনো নেই। পরিবারের সাথে সময় কাটে, এটুকুই আমার ভালোলাগা। আর ৮০ বছরে পা দিয়েছি এটা কোনো বিশেষ কিছু নয়। মানুষ বাঁচলে চলমান প্রক্রিয়ায় তার বয়স বাড়বে, এটাই স্বাভাবিক। এটাকে বিশেষায়িত করার কোনো কিছু নেই। আল্লাহ সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ।’ সৈয়দ আবদুুল হাদী গেল বাবা দিবসে প্রকাশিত গানটি নিয়ে বেশ তৃপ্ত।

 


আরো সংবাদ



premium cement
তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চালাচ্ছে বিএনপি : কাদের রৌমারীতে বড়াইবাড়ী সীমান্তযুদ্ধ দিবস পালিত

সকল