১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

ঝিলিকের প্রশংসায় রুনা লায়লা

-

উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী ও সুরকার রুনা লায়লা এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী ঝিলিকের কণ্ঠের সারগামের প্রশংসা করেছেন। বিখ্যাত সিগনেচার মোজার্টের সারগামের রূপান্তর ঝিলিক নিজের কণ্ঠে তুলে নিয়ে (দুই মিনিট ব্যাপ্তির) তা গেল ২৯ জুন রাতে নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করেন। ফেসবুকে শেয়ার করার পর থেকেই ঝিলিক তার গায়কীর জন্য প্রশংসায় ভাসছেন। শুধু যে তার ভক্ত ও সাধারণ শ্রোতারা তার এই গায়কীর প্রশংসা করছেন এমনটি নয়, বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের অনেক শিল্পী, যন্ত্রশিল্পী, গীতিকার, সাংবাদিকও ঝিলিকের গায়কীর প্রশংসা করছেন। গতকাল গভীর রাত পর্যন্ত ঝিলিক অনেকের প্রশংসা বাক্যের উত্তর দিয়েছেন। যে কারণে আজ ঘুম থেকে উঠতে তার অনেক দেরি হয়ে যায়। কিন্তু ততক্ষণে তার সঙ্গীত জীবনের অনেক বড় প্রাপ্তি এসে জমা হয়ে যায় তার ফেসবুক ওয়ালে। বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি সঙ্গীতশিল্পী রুনা লায়লার চোখে পেড়েছে ঝিলিকের কণ্ঠের এই সারগাম। ঝিলিকের গায়কীতে মুগ্ধ হন তিনিও। রুনা লায়লা লিখেন, ‘ট্রুুলি কমেন্ডেবল, ভেরি ওয়েলডান’। কিন্তু বেশ কিছুটা সময় পেরিয়ে যাওয়ার পর খুব কাছের একজন মানুষের ফোনে যখন ঘুত ভাঙে ঝিলিকের, তখন তিনি জানতে পারেন রুনা লায়লার কমেন্টের কথা। বিছানা ছেড়ে লাফ দিয়ে উঠেন তিনি। খুশিতে উচ্ছ্বসিত হয়ে মা-বাবাকে দেখান রুনা লায়লার করা ওই কমেন্ট। প্রত্যুত্তরে কী লিখবেন ঝিলিক বুঝে উঠতে পারছিলেন না। ঝিলিক বলেন, ‘আমার সঙ্গীত জীবনে এর চেয়ে বড় প্রাপ্তি সত্যিই আর কী-ই-বা হতে পারে। কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই শ্রদ্ধেয় রুনা ম্যাডামের প্রতি...। কৃতজ্ঞতা মহান আল্লাহর কাছে যিনি আমাকে সৃষ্টি করেছেন, কৃতজ্ঞতা আমার মা-বাবার প্রতি, আমার গানের গুরুদের প্রতি...।


আরো সংবাদ



premium cement