২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

পাঁচ নাটকে তানিয়া বৃষ্টি

-

মার্চ মাস থেকেই পেশাগত কাজ অভিনয় থেকে দূরে ছিলেন এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। আর বিরতি শেষে তিন-চার দিন আগেই অভিনয়ে ফিরেই ব্যস্ত হয়ে উঠেছেন তিনি। এরই মধ্যে তানিয়া বৃষ্টি শেষ করেছেন সজীব মাহমুদের পরিচালনায় ‘ভাগের গাড়ি’ নাটকের কাজ। এতে তার বিপরীতে আছেন জোভান। এ ছাড়াও আগামী মাসজুড়েই তানিয়া বৃষ্টি বেশ কয়েকটি খণ্ডনাটকের শুটিংয়ে ব্যস্ত থাকবেন। আগামী কিছুদিন তানিয়া বৃষ্টি আরো যে চারটি নাটকের কাজ করবেন সেগুলো হচ্ছেÑ রাইসুল তমালের ‘কেউ নেই’, শাহ রাকিব মোহাম্মদের ‘হুগনা নিজাম’, অলোক হাসানের ‘ভাইয়া ছ্যাকা খাইতে চায় না’ ও মোরসালিন শুভর ‘ব্যাক টু দ্যা প্যাভিলিয়ন’। এ ছাড়া আরো বেশ কিছু নাটকের ব্যাপারে কয়েকজন নির্মাতার সাথে কথা হচ্ছে বলে জানান তানিয়া বৃষ্টি। বিরতির পর অভিনয়ে ফিরে তানিয়া বলেন, ‘একসময় আমার খুব পছন্দের কাজ ছিল অভিনয়। সময়ের ধারাবাহিকতায় এখন অভিনয়ই আমার পেশা। করোনার কারণে মাঝে যে ক’দিন অভিনয় থেকে দূরে ছিলাম ততদিনই আসলে খারাপ লাগছিল। এখন বিরতির পর অভিনয়ে ফিরে বেশ ফুরফুরে মেজাজে আছি। আজ থেকে নতুন আরেকটি নাটকের কাজ শুরু করছি। স্বাস্থ্যবিধি মেনেই সবাই শুটিং করছেন। আমিও যথাযথ নিয়ম মেনেই আসলে শুটিং করছি। যেহেতু অভিনয়ই আমার পেশা, তাই শুটিং তো করতেই হবে, যতটা সচেতন থেকে শুটিং করা যায়, ততটাই নিজের জন্য মঙ্গল।’ তানিয়া বৃষ্টি একটি রিয়েলিটি শোর মধ্য দিয়ে মিডিয়ার সাথে নিজের সম্পৃক্ততা ঘটান। প্রথমে একটি টিভি নাটকে অভিনয় করলেও তা প্রচারে আসেনি। পরবর্তীতে গ্রামীণফোনের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার মধ্য দিয়ে প্রথম দর্শক তাকে টিভিতে দেখেন। এটি নির্মাণ করেছিলেন শরাফ আহমেদ জীবন।

 


আরো সংবাদ



premium cement