২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

সুপ্তি মতিনের ‘দৃষ্টি ফিরে না’

-

বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে মরমী গানের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বাংলাদেশের বুকে মরমী গান বেঁচে থাকবে। আর এই মরমী গানের স্রষ্টা মরমী কবি ও সঙ্গীতশিল্পী হাছন রাজা। তারই বংশধর সঙ্গীতশিল্পী সুপ্তি মতিন। হাছন রাজার নাতনীর মেয়ে মেহেরুন্নেসা চৌধুরীর মেয়ে সুপ্তি মতিন। ছোটবেলা থেকেই সুপ্তির গানের প্রতি অদম্য ভালোবাসা। নানান সময়ে তিনি নিজেকে গানে প্রাতিষ্ঠানিকভাবে গড়ে তুলেছেন মরহুম আজাদ রহমান, হাফিজুর রহমান, ফজলুল হক, নিতাই রায়সহ আরো অনেকের কাছে গানে তালিম নিয়ে। তবে যেহেতু রক্তে তার হাছন রাজার রক্ত প্রবাহিত, তাই তার কণ্ঠে এক আভিজাত্যের ছাপ রয়েছে। সুপ্তি মতিনের বাবাও এই দেশের একজন বরেণ্য গীতিকার। তার বাবা মরমী কবি, ভাষাসৈনিক সাবির আহমেদ চৌধুরী। যার বয়স ৯৪ বছর এবং তিনি এখনো বেঁচে আছেন। মূলত সুপ্তির গানের অনুপ্রেরণা তার বাবাই। বাবাকে দেখেই সুপ্তির নিজেকে একজন সঙ্গীতশিল্পী হিসেবে গড়ে তোলা। এই প্রজন্মের নন্দিত কণ্ঠশিল্পী, সঙ্গীত পরিচালক হৃদয় খানের সুর সঙ্গীতে সুপ্তি খান নিজের পেইজে প্রকাশ করেছেন তারই বাবা সাবির আহেমদ চৌধুরীর লেখা গান ‘দৃষ্টি ফিরে না’। সুপ্তি মতিন জানান, তার বাবার গান বিভিন্ন সময়ে সুর করেছেন এবং গেয়েছেন আজাদ রহমান, শেখ সাদী খান, আবদুুল জব্বার, ফরিদা পারভীন, সুবীর নন্দী, শাকিলা জাফরসহ আরো অনেকে। বাবার গান নিয়ে সুপ্তির পূর্ণাঙ্গ অ্যালবাম ‘নৌকা মধুকর’ বাজারে প্রকাশিত রয়েছে।


আরো সংবাদ



premium cement