২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

লকডাউনের আগেই প্রস্তুতি নিয়েছিল সাউন্ডটেক - সুলতান মাহমুদ বাবুল

-

লকডাউনের আগেই দেশের শীর্ষস্থানীয় অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক ঈদের প্রস্তুতি নিয়েছিল। তবে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে প্রস্তুতিটি সীমিত করে আনেন প্রতিষ্ঠানের এমডি সুলতান মাহমুদ বাবুল। ঈদ উপলক্ষে সাউন্ডটেক ইউটিউব চ্যানেলে মুক্তি দিয়েছে বেশ কয়েকটি আকর্ষণীয় নতুন গান ও নাটক। এর মধ্যে রয়েছে এই সময়ের জনপ্রিয় শিল্পী ইমরান মাহমুদুলের নতুন গানÑ আয় ফিরে... ¯েœহাশীষ ঘোষের কথা এবং সুরে গানের সঙ্গীতায়োজন করেছেন এমএমপি রনি। মিলন এবং তাসলিমা জাহান মৌয়ের কণ্ঠে রয়েছে একটি দ্বৈত গান। জনপ্রিয় গীতিকার আহমেদ রিজভীর লেখা ‘তোর প্রেমে পড়তে চাই’ শীর্ষক গানটির সুর দিয়েছেন অভি আকাশ, সঙ্গীত মুসফিক লিটু। ভিডিও ডিরেক্টর বিকাশ সাহা। বেলাল খান এবং নাদিয়ার কণ্ঠে এসেছে ইসতিয়াক আহমেদের লেখা একটি গান। সুর দিয়েছেন বেলাল খান, সঙ্গীত রাব্বি আরবি। এফ এ সুমনের গাওয়াÑ ‘আর কত দুঃখ দিবি’ শিরোনামের গানটি লিখেছেন আহমেদ রিজভী, সুর অভি আকাশ এবং সঙ্গীত পরিচালনা এফ এ সুমন। গামছা পলাশের গানটি লিখেছেন জাহিদুল ইসলাম, সুর মুরাদ নূর এবং সঙ্গীত পরিচালনা মুসফিক লিটু। কাজী শুভ গেয়েছেন রবিউল ইসলাম রবি লেখা, মাসুদ অপুর সুর এবং আমিন খানের সঙ্গীতে একটি গান। মিনার গেয়েছেন রবিউল ইসলাম জীবনের লেখা এবং রেজওয়ান শেখের সুরে একটি গান। এদিকে নতুন গানের অডিও-ভিডিও ছাড়ার সাউন্ডটেক জনপ্রিয় টিভি তারকাসমৃদ্ধ দু’টি নাটক মুক্তি দিয়েছে। এর একটি ‘বউ এত সুইট ক্যান’, মেহেদী হাসান জনির চিত্রনাট্য এবং পরিচালনায় এর মুখ্য দুটি চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুখ অপূর্ব এবং তানজীন তিশা। প্রযোজনায় সুলতান মাহমুদ বাবুল। মীর সাব্বির অভিনীত ‘স্মার্ট ভাবীর স্মার্ট স্কুটি’ নাটকটি লিখেছেন সেজান নূর এবং পরিচালনায় তাইফুর জাহান আশিক। প্রযোজক সুলতান মাহমুদ বাবুল বলেছেন, ‘সব ক’টি প্রোডাকশনই এখন সাউন্ডটেক ইউটিউব চ্যানলে দেখতে পাবেন দর্শকরা। এখন তো সবারই ঘরে থাকার সময়। আর সব কিছুই এখন অনলাইনভিত্তিক। গত কয়েক বছর ধরেই সাউন্ডটেক নিয়মিত গান, নাটক ও টেলিফিল্ম প্রযোজনা করে আসছে। করোনা সম্মুখীন না হলে আরো বেশ কিছু আইটেম দর্শকদের ঈদের উপহার হিসেবে তুলে দিতে পারতাম। আমিও বলব, এই সময়ে ঘরেই থাকুন আর উপভোগ করুন সাউন্ডটেকের নতুন নতুন গান আর নাটক’।


আরো সংবাদ



premium cement
চলচ্চিত্র শিল্পী সমিতি : মিশা সভাপতি, ডিপজল সম্পাদক ফিলিপাইনে ব্রহ্মস পাঠাল ভারত, ৩৭৫ মিলিয়ন ডলারের চুক্তি চীনের মোকাবেলায় নতুন ডিভিশন ভারতীয় সেনাবাহিনীতে! আবারো চেন্নাইয়ের হার, ম্লান মোস্তাফিজ 'কেএনএফ' সন্ত্রাস : সার্বভৌম নিরাপত্তা সতর্কতা অর্থনীতিতে চুরি : ব্যাংকে ডাকাতি পাকিস্তানে আফগান তালেবান আলেম নিহত যুক্তরাষ্ট্রের সাহায্য না করলে এ বছরই রাশিয়ার কাছে হারতে পারে ইউক্রেন : সিআইএ প্রধান রাশিয়ার সামরিক শিল্পক্ষেত্রে প্রধান যোগানদার চীন : ব্লিংকন ইরাকে সামরিক ঘাঁটিতে 'বিকট বিস্ফোরণ' শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন: পররাষ্ট্রমন্ত্রী

সকল