২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

নতুন গানে স্মরণ

-

নোশিন তাবাসসুম স্মরণ, এই প্রজন্মের এমন একজন সঙ্গীতশিল্পী যার কণ্ঠের মাধুর্যতায় যিনি প্রথম মুগ্ধ হয়েছেন তাকে খুব সহজে আর ভোলেননি। খুম কম মৌলিক গান প্রকাশ হলেও যে গানগুলো স্মরণের কণ্ঠে স্থান পেয়েছে, সবগুলো গানই হয়েছে শ্রোতাপ্রিয়। স্মরণ প্রতিনিয়ত নিজেকে তৈরি করছেন। বহুকাল শুধু নিজের সুরেলা মিষ্টি কণ্ঠ দিয়েই যেন সঙ্গীতাঙ্গনে আর শ্রোতা-দর্শকের মধ্যে টিকে থাকতে পারেন সবার ভালোবাসা নিয়ে। এ সময়ে দাদার বাড়ি নীলফামারীতেই আছেন স্মরণ। সেখান থেকেই জানালেন নতুন নতুন কিছু গানের খবর, যে গানগুলোর কাজ শেষ করেছেন তিনি। যেসব গানের খবর স্মরণ জানালেন প্রতিটি গানেরই শিরোনাম মন ছুঁয়ে যাওয়ারই মতো। লুৎফর রহমানের কথায় ও শান সায়েকের সঙ্গীত পরিচালনায় স্মরণ গেয়েছেন ‘এক পাখি গান’। যা ভালোবাসা দিবসে প্রকাশিত হয়েছে। তার সর্বশেষ প্রকাশিত গান ‘চোখের পাতায়’। গানটি লিখেছেন সঞ্জীবন চক্রবর্তী এবং সুর-সঙ্গীত করেছেন শান সায়েক। গানটিতে তার সহশিল্পী শান। এ ছাড়াও ‘কখনো তন্দ্রাহারা রাতে’, ‘জলছবি’, ‘পাখির কূজন’ শিরোনামের গানগুলো দ্রুত মিউজিক ভিডিওসহ দর্শকদের কাছে পৌঁছে দেয়ার ইচ্ছা আছে স্মরণের। গান তিনটি লিখেছেন তাসলিমা আফরোজ সোনিয়া, রেদওয়ান আবির ও লুৎফর হাসান। এ গানগুলোর সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন শান সায়েক। জীবক বড়ুয়ার কথায়, ক্লোজআপ ওয়ান তারকা সাব্বির জামানের সুর ও সঙ্গীতে ‘বাহানা’ শিরোনামের একটি গান মিউজিক ভিডিওসহ প্রকাশ পাবে শিগগিরই। গানটিতে তার সহশিল্পী ক্লোজআপ ওয়ান তারকা রাশেদ। করোনাভাইরাসের এই সময়কাল প্রসঙ্গে স্মরণ বলেন, ‘যান্ত্রিকতা নামক কশাঘাতে পড়ে পৃথিবীতে যে দূষণ নামক মহামারী প্রতিনিয়ত পরিবেশের সাথে আমরা ঘটিয়ে যাচ্ছিলাম, আজ সেই দূষিত হয়ে যাওয়া পরিবেশ আবার দূষণমুক্ত হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আর এ সময়ে বাড়িতে অবস্থানকে আমি মোটেই গৃহবন্দী মনে করছি না, নিজেকে গৃহবাসী মনে করছি। এই লকডাউনে নতুন নতুন অভিজ্ঞতা হয়েছে। এরই মাঝেও গানের কাজ করেছি, ফোন ক্যামেরায় মিউজিক ভিডিও তৈরি করেছি।
ছবি : গোলাম সাব্বির


আরো সংবাদ



premium cement
মান্দায় বিদ্যুতের আগুনে পুড়ল ৮ বসতবাড়ি রিজওয়ানকে টি-টোয়েন্টি ক্রিকেটের ব্র্যাডম্যান বললেন আফ্রিদি গোবিন্দগঞ্জে ট্রাক্টরচাপায় নারী নিহত অভিযোগ করার পর ইনসুলিন ইঞ্জেকশন কেজরিওয়ালকে! হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা তালায় আগুনে ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবারের মাঝে জামায়াতের সহায়তা প্রদান শেরপুরের মহাসড়ক যেন মরণ ফাঁদ বেনজীরের সম্পদ নিয়ে দুদকের অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন চাইলেন হাইকোর্ট আবারো বৃষ্টির শঙ্কা দুবাইয়ে, চিন্তা বাড়াচ্ছে ইউরোপ সিদ্ধিরগঞ্জে চোর আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা মানিকগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে প্রকৌশলী নিহত

সকল