২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

গানচিলের যখন যুদ্ধে আছি

-

বৈশ্বিক মহামারী করোনার কারণে আমরা উৎকণ্ঠা এবং দুশ্চিন্তার মধ্যে সময় পার করছি। কোভিড-১৯ (করোনা) ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে এবং মানুষ হয়ে পড়েছে গৃহবন্দী। চিরচেনা স্বাভাবিক জীবন ছেড়ে কঠিন এক জীবনের সাথে অভ্যস্ত হচ্ছি আমরা। অনেকেই হারাচ্ছি প্রিয় মানুষটিকে। চারিদিকে কেমন যেন এক শোকের ছায়া বিরাজ করছে আর এর মাঝেই মানুষের বেঁচে থাকার আকুতি।
মনে রাখতে হবে, এই যুদ্ধে আমরা একা নই। বিভিন্নভাবে একে অপরের পাশে দাঁড়িয়ে এই কঠিন সময় আমাদের পার করতে হবে। সুস্থভাবে বেঁচে থাকতে চরম এই যুদ্ধে ভীতসন্ত্রস্ত মানুষগুলোকে উৎসাহ দিতে বাংলাদেশের স্বনামধন্য রেকর্ড লেবেল ‘গানচিল মিউজিক’ আয়োজন করেছে কণ্ঠশিল্পী মাহাদী, এলিটা করিম, পড়শী ও মাহাতিম শাকিবের যৌথ গান ‘যখন যুদ্ধে আছি’। করোনাভাইরাস সম্পর্কে সচেতনতামূলক গানটির কথা লিখছেন আসিফ ইকবাল, সুর করেছেন শাহবাজ খান পিলু এবং সঙ্গীতায়োজন করেছেন সাজিদ সরকার। শিগগিরই গানটি প্রকাশিত হতে যাচ্ছে গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে এবং পাশাপাশি প্রকাশিত হবে বাংলাদেশের অডিও স্ট্রিমিং পোর্টাল ও অ্যাপসগুলোতেও।


আরো সংবাদ



premium cement