১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

আজো সেই তুমিতে মিলন-অর্ষা

-

আজো সেই তুমিতে মিলন-অর্ষা
জনপ্রিয় দুই অভিনয়শিল্পী আনিসুর রহমান মিলন ও নাজিয়া হক অর্ষা রোমান্টিক, কমেডি, সিরিয়াস গল্পের নাটকে অভিনয় করে দর্শকের কাছে একটি জুটিতেই পরিণত হয়েছেন বলা চলে। যে কারণে একের পর এক নাটক/টেলিফিল্মে অভিনয় করতে করতে তাদের মধ্যে কাজের বোঝাপড়াটা এখন দারুণ। তাই একের বিপরীতে অন্য কাজের প্রস্তাব পেলে সানন্দে কাজ করেন তারা দু’জন। বেশ কয়েক বছর আগে একজন নতুন নাট্যনির্মাতার নির্দেশনায় প্রথম মিলন ও অর্ষা নাটকে অভিনয় করেন। তবে সকাল আহমেদ পরিচালিত ‘ফুলমহল’ ধারাবাহিকে অভিনয় করে তারা দর্শকের কাছে যেমন প্রশংসিত হন ঠিক তেমনি দু’জনের মধ্যে কাজের বোঝাপড়াটাও ভালো হয়। সেই ধারাবাহিকতায় একই পরিচালকের নির্দেশনায় মিলন ও অর্ষা অভিনয় করেন ‘লাভ বার্ড’, ‘রেড ইনভেলাব’, ‘অটল পরিবার’সহ আরো বেশ কিছু নাটকে। একই পরিচালক অর্থাৎ সকাল আহমেদের নির্দেশনায় আগামী ঈদে মাছরাঙা টিভিতে প্রচারের জন্য মিলন ও অর্ষা অভিনয় করেছেন ‘আজো সেই তুমি’ নাটকে। এটি রচনা করেছেন রাজীব আহমেদ। মূল গল্প তানজিলা আহমেদের। এরই মধ্যে রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে নাটকটির দৃশ্যায়নের কাজ শেষ হয়েছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে আনিসুর রহমান মিলন বলেন, ‘ ছোট্ট একটি ইস্যু নিয়ে নাটকটির গল্প এগিয়ে যায়। স্বামী জানে স্ত্রী মা হতে পারবে না। কিন্তু স্বামী যে বিষয়টি জানে সেটা স্ত্রীকে স্বামী বুঝতে দিতে চায় না কোনোভাবেই। স্ত্রী নিজের সম্পর্কে এই বিষয়ে অবগত নয়। যে কারণে স্ত্রী চায় সন্তান নিতে। এই নিয়ে স্বামীর সঙ্গে স্ত্রীর রাগারাগিও হয়, হয় ভুল বোঝাবুঝিও। এক সময় তৃতীয় একজন মানুষের কাছ থেকে স্ত্রী জানতে পারে বিষয়টি। এমনই মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের গল্প নিয়ে আজো সেই তুমি নির্মিত হয়েছে। সকালের কাজ সবসময়ই খুব ভালো হয়, যতœ নিয়ে নাটক নির্মাণের চেষ্টা থাকে তার। এই নাটকটির ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। আর অর্ষার সঙ্গে আমার রসায়নটা চমৎকার। আমাদের মধ্যে কাজের বোঝাপড়াটা এখন অনেক ভালো। যে কারণে পর্দায় অভিনয়ও জমে উঠে।’ নাজিয়া হক অর্ষা বলেন, ‘মিলন ভাই খুব ন্যাচারাল অ্যাক্টিং করেন। গল্প, চরিত্র বুঝে অভিনয়ের সময় তার চোখে-মুখে দারুণভাবে ফুটে উঠে। সত্যি বলতে কী তার সঙ্গে অভিনয় করতে আমি অন্যরকম আনন্দ পাই। কারণ সহশিল্পীর সঙ্গে যদি ভালো বোঝাপড়া থাকে, তাহলে অভিনয় জমে উঠে। মিলন ভাইয়ের ক্ষেত্রে ঠিক তাই হয়। আর সকাল ভাইয়ের নির্মাণ শুরু থেকেই আমার ভীষণ ভালো লাগে। যদিও এখন বাজেট অনেক কমে গেছে। কিন্তু তারপরও যান্ত্রিকতার মধ্য দিয়েই সকাল ভাই এই নাটকটি বেশ যতœ নিয়ে নির্মাণ করেছেন।’


আরো সংবাদ



premium cement