২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

পুতুলের হলো না তাকে কাছে পাওয়া

-

গেলো বছর ২০ মার্চ লন্ডন প্রবাসী ইসলাম নূরুলের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও উপন্যাসিক সাজিয়া সুলতানা পুতুল। অবশ্য ২০ মার্চ ছিল বিয়ের আনুষ্ঠানিকতা। তার আগে ১৮ মার্চ নূরুলের সাথে পুতুলের আক্দ সম্পন্ন হয়। বিয়ে পরবর্তী সময়ে দু’জন সিকিমে হানিমুনও করেন। এরপর দেশের বাইরে চলে যান নূরুল। দেশের বাইরেও পুতুল তার স্বামীর সাথে বেশ কিছুটা সময় একান্তে কাটিয়েও আসেন। দেখতে দেখতে চলেও আসে সেই ১৮ মার্চ। কিন্তু তখন দু’জন পৃথিবীর দুই প্রান্তে। চাইলেও আর দেশে আসতে পারেননি নূরুল। প্রথম বিয়েবার্ষিকীতে ইচ্ছে ছিল দু’জন দু’জনের পাশে থাকবেন। কিন্তু করোনাভাইরাস সেই স্বপ্ন পূরণ করতে দিলো না। দু’জনকে পৃথিবীর দুই প্রান্তে রাখতে বাধ্য করল করোনাভাইরাস। তাই দূর থেকে একে অন্যের জন্য দোয়া করা ছাড়া যেন আর কিছুই করার ছিল না। কিছুটা মন খারাপ হয়েছে পুতুলের। কিন্তু তারপরও পৃথিবীর সব মানুষের কল্যাণের কথা ভেবে নিজের প্রথম বিয়েবার্ষিকীর কথা ভুলেই গিয়েছিলেন। তারপরও যখন মনে এসেছে পুতুল দিনটি শ্রদ্ধার সাথে স্মরণ করে স্বামীকে উদ্দেশ করে একটি পোস্টও দিয়েছেন। পুতুলের ভাষ্যমতে, যার মূল কথা ছিল এমনÑ ‘আমাদের নবদাম্পত্য নিয়ে কোনো আদিখ্যেতা ছিল না, এখনো নেই। ভালোবাসার বহিঃপ্রকাশটাও লোকের সামনে খুব পরিমিত আমাদের। হঠাৎ একক জীবনে একজন সঙ্গী যুক্ত হওয়ার পর প্রথম প্রথম আবেগের টালমাটাল অবস্থাটা আমাদের ক্ষেত্রে খুব নিয়ন্ত্রিত ছিল। ‘তুমি আমার-আমি তোমার’ বলে বলে সামাজিক মাধ্যমে ডগমগিয়ে ওঠা, বা ‘জীবন সুন্দর’ বলে বলে ঘণ্টায় ঘণ্টায় প্রেমময় ছবির হিড়িক ফেলে দেয়াকে অপরিণত মানসিকতা মনে করি আমরা। শুরু থেকেই আমরা জানি, দাম্পত্য-জীবন নিয়ে আজকের আহ্লাদটা কখনোই বাস্তবতা নয়। আজকের সৌন্দর্যটা নিয়ে বুঁদ হয়ে থাকাটা দাম্পত্য জীবনের স্থায়ী উপলব্ধি নয়। বরং দু’জন মিলে অনাগত জটিলতা আর মতবিরোধ সামলে নেয়ার জন্য নিজেদের একটু একটু তৈরি করে নেয়ার নাম দাম্পত্য। দাম্পত্য জীবনের যে বৃত্তের ভেতর ঢুকে গেছি একটা বছর আগে, সেই বৃত্তে মাত্র একবার পরিভ্রমণ করা হলো। ঘুরে আসতে হবে আরো অসংখ্যবার। আর এই ঘূর্ণনটাই জীবনের সাথে বাজি ধরার মতো কঠিন কাজ। সেই দুরূহ কাজটি করার প্রতিজ্ঞা করেছিলাম এক বছর আগে। আমি বিবাহিত, এটা আমাকে অনুভব করতে না দেয়ার জন্য কৃতজ্ঞতা প্রিয়তম। তোমার জানা-অজানা অসংখ্য কারণের মধ্যে এটা অন্যতম প্রধান কারণÑ তোমাকে ভালোবাসার। দিনটাকে একেবারেই বর্ণহীন করে দিলো এ মুহূর্তের বৈশ্বিক পরিস্থিতি। দেখা হলো না তোমার-আমার। দু’জন পৃথিবীর দুই প্রান্তে। বাতিল করতে হলো সব উদযাপন-পরিকল্পনা। তাতে কী! ভালোবাসার উদযাপন চলতে থাকবে জীবনভর।’ উল্লেখ্য, গেলো বইমেলায় পুতুলের লেখা ‘ভিতর থেকে উৎসারিত আলোবৃত্তান্ত’। বইটি পাঠক মহলে বেশ সাড়া ফেলেছে।
ছবি : গোলাম সাব্বির


আরো সংবাদ



premium cement
ড. ইউনূসের ইউনেস্কো পুরস্কার নিয়ে যা বললেন তার আইনজীবী একনেকে ৮৪২৫ কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন সান্তাহারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত জলবায়ু সহনশীল মৎস্যচাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেয়া হবে : আব্দুর রহমান যুক্তরাষ্ট্রের সেতু ভাঙ্গার প্রভাব পড়বে বিশ্বজুড়ে! নাশকতার মামলায় চুয়াডাঙ্গা বিএনপি-জামায়াতের ৪৭ নেতাকর্মী কারাগারে হারল্যানের পণ্য কিনে লাখপতি হলেন ফাহিম-উর্বানা দম্পতি যাদের ফিতরা দেয়া যায় না ১৭ দিনের ছুটি পাচ্ছে জবি শিক্ষার্থীরা বেলাবতে অটোরিকশা উল্টে কাঠমিস্ত্রি নিহত রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে জাতিসঙ্ঘের প্রতিবেদন

সকল