২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

বঙ্গবন্ধুকে নিয়ে সঞ্জয়ের গান বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ

-

গ্রাম বাংলার সাধারণ মানুষের পছন্দের সঙ্গীতশিল্পী গরীব সঞ্জয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে একটি গান প্রকাশ করেছেন। গানটির শিরোনাম ‘বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ’। গানটি লিখেছেন লালন লোহানী, সুর করেছেন নাজির মাহমুদ ও সঙ্গীতায়োজন করেছেন মুশফিক লিটু। এরই মধ্যে গেলো ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে গেল ১৪ মার্চ গরীব সঞ্জয়ের নিজস্ব ইউটিউব চ্যানেল ‘গরীব সঞ্জয়’-এ গানটি প্রকাশিত হয়েছে। গানটি প্রসঙ্গে গরীব সঞ্জয় বলেন, ‘বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে গান গাইতে পেরে আমি গর্বিত। যার ডাকে বাঙালি জাতি একাত্তরে মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল এবং স্বাধীনতা ছিনিয়ে এনেছিল। বঙ্গবন্ধুর মতো এত বড় মহান নেতার প্রতি এই গানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করতে পেরে একজন শিল্পী হিসেবে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আশা করি, এই গানটি বাংলা ভাষার প্রতিটি মানুষ শুনবে। বঙ্গবন্ধু মৃত্যুঞ্জয়ী। বঙ্গবন্ধুর ইতিহাস কখনো মুছে ফেলা যাবে না। আমি বঙ্গবন্ধুর কথা উপস্থাপন করেছি যেন নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর সঠিক ইতিহাস জানতে কিংবা পড়তে আরো বেশি আগ্রহী হয়।’ গরীব সঞ্জয়ের জন্ম কুমিল্লায়। কিন্তু তার বর্তমান আবাসস্থল নরসিংদীর মাধবদীতে। তার বাবা স্বর্গীয় ফণিভূষণ সাহা ও মা লক্ষ্মী রানী সাহা। তার একমাত্র ছেলে সৃজয় সাহা। কুমিল্লার হরিপদ চৌধুরীর কাছে গানে তার প্রথম তালিম নেয়া।

 


আরো সংবাদ



premium cement