২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

আনকাট সেন্সর ছাড়পত্র পেল ‘আমার মা’

-

বাংলা চলচ্চিত্রের সময়ের সাড়া জাগানো সুপার হিরো ডি এ তায়েব, চিত্রনায়িকা পরী মনি, চিত্রনায়িকা পপি অভিনীত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সোনাবন্ধু’ এবং সুপার হিরো ডি এ তায়েব, চিত্রনায়িকা মাহীয়া মাহী ও আনহা তামান্না অভিনীত পূর্ণ্যদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র ‘অন্ধকার জগত’ চলচ্চিত্রটি অভাবনীয় ব্যবসা সাফল্য ও ব্যাপক দর্শক জনপ্রিয়তা লাভ করে, তারই ধারাবাহিকতায় এস জি প্রডাকশনের প্রযোজনায় ও সৃজনশীল নির্মাতা শাহরীয়ার নাজিম জয়ের কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় গর্ভধারিণী মা‘কে কেন্দ্র করে পারিবারিক টানাপড়েন ও সামজিক প্রেক্ষাপটের সমসাময়িক মৌলিক কাহিনী নিয়ে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আমার মা’, চলচ্চিত্রটিতে সুপার হিরো ডি এ তায়েব, চিত্রনায়িকা ববি, আনহা তামান্না, সোহেল খান, জাহিদ হোসেন শোভন, হোমায়রা হিমু, কল্যাণ কোরাইয়া, মাকফুবার রহমান সুইট, জাহান এম রহমান, শরীফ সারোয়ার, মুকুল চৌধুরী এবং শিশুশিল্পী টুনটুনিসহ নাম ভূমিকায় অভিনয় করছেন সাতবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত মমতাময়ী মা চরিত্রের অভিনেত্রী আনোয়ারা বেগমসহ বাংলাদেশ পুলিশ বাহিনীর সংস্কৃতিমনা ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা এবং একঝাঁক তারকা অভিনেতা ও অভিনেত্রী, আশা করছি মৌলিক গল্প আর দৃষ্টিনন্দন লোকেশনে চিত্রায়িত, ব্যয়বহুল, সর্বাধুনিক প্রযুক্তির কারিগরি সহায়তায় নির্মিত তারকা বহুল ‘আমার মা’ চলচ্চিত্রটি ব্যবসা সফল ও ব্যাপক দর্শক জনপ্রিয়তা লাভ করবে। গত ২৪ ফেব্রুয়ারি ‘আমার মা’ চলচ্চিত্রটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড কর্তৃক আনকাট সেন্সর ছাড়পত্র পায়। শিগগিরই ‘আমার মা’ চলচ্চিত্রটি বাংলাদেশের সব প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে।


আরো সংবাদ



premium cement