২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

মাহাদিয়ার গানে মুগ্ধ দর্শক

-

মাহাদিয়া নাইম, এই প্রজন্মের একজন অন্তঃপ্রাণ সঙ্গীতশিল্পী। একেবারেই নিজের চেষ্টায় পড়ালেখার পাশাপাশি তিনি গান গেয়েছে চলেছেন। নিজের ইউটিউব চ্যানেলে নিজের মতো করে কিছু গানও তিনি প্রকাশ করেছেন। সেই গানগুলোর জন্য সাড়াও পাচ্ছেন। মাহাদিয়া ক্লাস টুয়েলভে পড়ছেন রাজধানীর উত্তরার আঁগা খান স্কুলে। এই স্কুলে মাঝে মধ্যে গানে আগ্রহী শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে অন্যান্য স্কুলের গানে আগ্রহী শিক্ষার্থীদের আঁগা খান স্কুলে ডেকে এনে পারফরম্যান্স করানো হয়। সেই ধারাবাহিকতায় ‘একেএস স্কুল অব রক’ শিরোনামের এমন একটি আয়োজনে গেল ২৩ ফেব্রুয়ারি বেলা ৩টা থেকে রাত ১০.৩০ মিনিট পর্যন্ত অংশ নেয় রাজধানীর ডিপিএস, সাউথব্রিজ, স্কলাস্টিকা ও আগা খান স্কুলের শিক্ষার্থীরা। গানে আগ্রহীরা কেমন গান করেন তা বিচার করার জন্য সেদিন স্কুলে এসেছিলো দুটি ব্যান্ড দল, একটি নেমেসিস ও অন্যটি আর্বোভাইরাস। আর্বোভাইরাসের ড্রামার নাফিজ আঁগা খান স্কুলেরই ছাত্র। দীর্ঘ উনিশ বছর পর তিনি নিজ স্কুলে ইউনিফর্ম পরে স্টেজে ওঠে পারফর্ম করেন। অনুষ্ঠানের একপর্যায়ে মঞ্চে ওঠেন মাহাদিয়া ও তার ব্যান্ডদল ‘মনোক্রম’। মূলত তারাই আঁগা খান স্কুলকে প্রতিনিধিত্ব করে সেদিনের আয়োজনে। মঞ্চে উঠে মাহাদিয়া পারফর্ম করেন বন জোভির ইট মাই লাইফ ও বেড ওলভসের জমভি গানটি। মাহাদিয়া ও তার ব্যান্ডদলের পারফরম্যান্সে মুগ্ধ হন আগত সাত শতাধিক অতিথি এবং অন্যান্য পারফরমাররা। মাহাদিয়া নাইম বলেন, ‘সেদিনের আয়োজনটা আসলেই একটু ব্যতিক্রম ছিল। যে কারণে পারফরম করতে ভীষণ ভালো লেগেছিলো। এটা সত্যি যে দর্শক গ্যালারি যত পরিপূর্ণ থাকে, ততই ভালোলাগগে পারফরম করতে। পারফরম করতে করতে আমার গানে সবার কণ্ঠের অংশগ্রহণ আমাকে মুগ্ধ করেছে। আমি আঁগা খান স্কুলের একজন হয়ে ভীষণ গর্ববোধ করছি। স্কুলের দল হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ দেয়ায় আমি স্কুল কমিটির কাছে কৃতজ্ঞ। সবাই আমার জন্য, আমাদের জন্য দোয়া করবেন।’ ইউটিউবে মাহাদিয়া নাইম’ নামের একটি ইউটিউব চ্যানেলে মাহাদিয়ার গাওয়া বেশকিছু গান রয়েছে। এরমধ্যে রুনা লায়লার ‘অনেক বৃষ্টি ঝরে তুমি এলে’ গানটিও রয়েছে। এছাড়াও রয়েছে আশা ভোসলের ‘যেতে দাও আমায় ডেকোনা’সহ আরো বেশ কয়েকটি জনপ্রিয় ইংরেজি গানের কাভার সং। ছোটবেলা থেকেই গানের প্রতিই বেশি আগ্রহ মাহাদিয়ার। গানে তালিম নিয়েছেন তিনি ওস্তাদ সালাহ উদ্দিন সান্ত্বনুর কাছে।


আরো সংবাদ



premium cement