২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ফিরলেন আলভী

-

নন্দিত লাক্স তারকাভিনেত্রী শেখ সামরোজ আজমী আলভী দুই বছর বিরতির পরপর দুটি ধারাবাহিক নাটকে অভিনয়ের মধ্য দিয়ে আবারো অভিনয়ে নিয়মিত হচ্ছেন। আগামীকাল থেকে আলভী ফরিদুল হাসানের পরিচালনায় মেগা ধারাবাহিক নাটক ‘ফরেন ভিলেজ’-এ অভিনয়ের মধ্য দিয়ে আবারো ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন আলভী। এই নাটকে বিদেশ ফেরতে মিস সুইটির চরিত্রে অভিনয় করবেন বলে নিশ্চিত করেছেন আলভী। সুইটি চরিত্রটি নাটকে তুলে ধরছেন নাট্যকার বরজাহান হোসেন। নাটকে আলভীর মায়ের চরিত্রে অভিনয় করবেন দিলারা জামান। আবার এই ধারাবাহিকে কাজ করার পরপরই আলভী আগামী মাসের শুরু থেকে গুণী নাট্যনির্মাতা কায়সার আহমেদের পরিচালনায় ‘চাঁন বিরিয়ানী’ ধারাবাহিকের কাজ শুরু করবেন। এ নাটকটি রচনা করেছেন রিজওয়ান খান। নাটকটি নির্মিত হবে মাছরাঙা টিভির জন্য। অন্য দিকে ‘ফরেন ভিলেজ’ নাটকটি নির্মিত হবে বাংলাভিশনে প্রচারের জন্য। তবে কবে থেকে এই দুটি নাটক দুটি ভিন্ন চ্যানেলে প্রচার শুরু হবে তা প্রাথমিকভাবে জানা যায়নি। বিরতির পর অভিনয়ে ফেরা প্রসঙ্গে আলভী বলেন, ‘২০১৮ সালের ২৫ জানুয়ারি কোলজুড়ে আমার প্রথম সন্তান কন্যা আহেলী আসে। এরপর থেকে প্রায় দুই বছর তাকে নিয়েই আমার যত ব্যস্ততা ছিল। যে কারণে অভিনয়ে সময় দেয়া একেবারেই সম্ভব হয়নি। এখন বেশ কিছুটা নিজেকে গুছিয়ে নিয়েছি। তাই আবারো অভিনয়ে নিজেকে ব্যস্ত করে তুলতে চাচ্ছি। শুরুতেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহর কাছে, তিনি আমাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, সুন্দর একটি জীবন দিয়েছেন। ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় কায়সার ভাই ও ফরিদুল ভাইকে, কারণ তারা দু’জনই আমাকে নিয়ে নতুন করে কাজ শুরু করতে যাচ্ছেন।’ এ দিকে অভিনয়ে নিয়মিত হওয়ার পাশাপাশি আলভী উপস্থাপনায় ভীষণ আগ্রহ প্রকাশ করেছেন। ২০১৭ সালে তিনি বাংলাভিশনে ‘আমাদের রান্নাঘর’-এর প্রায় এক বছর উপস্থাপনা করেন। সেই সময়ই তার জীবনে সুখবর আসে মা হওয়ার। যে কারণে অভিনয় ও উপস্থাপনা ছেড়ে দিয়ে নিজের জীবনে মনোযোগী হতে হয়। সর্বশেষ দুই বছর আগে ফরিদুল হাসানের সাত পর্বের ধারাবাহিক ‘বউয়ের দোয়া পরিবহন’ ও শাহজাদা মামুনের ‘পাত্র নির্বাচন’ খণ্ডনাটকে অভিনয় করেন। সিনেমায় কাজ করারও প্রবল আগ্রহ আছে আলভীর। তবে সে ক্ষেত্রে তার বেশি আগ্রহ মুক্তিযুদ্ধের গল্পভিত্তিক সিনেমায়।


আরো সংবাদ



premium cement
চুয়াডাঙ্গায় বাতাসে আগুনের হল্কা : গলে যাচ্ছে সড়কের পিচ বৃষ্টির নামাজ আদায়ের নিয়ম আজও স্বর্ণের দাম ভরিতে ৬৩০ টাকা কমেছে শিক্ষাপ্রতিষ্ঠান ২৮ এপ্রিল খুলে দেয়ার প্রস্তুতি, ক্লাস চলবে শনিবারও মিরসরাইয়ে জুস খাইয়ে অজ্ঞান করে লুট, মূল হোতা গ্রেফতার বৃষ্টি কামনায় ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর ইসতিসকার নামাজ আদায় কুবিতে আল্টিমেটামের পর ভিসির কার্যালয়ে তালা ঝুলাল শিক্ষক সমিতি সাজেকে সড়ক দুর্ঘটনায় ৫ শ্রমিক নিহতের খবরে ঈশ্বরগঞ্জে শোক দুর্যোগে এশিয়ায় সবচেয়ে বেশি মৃত্যু কেন বাংলাদেশে? জবিতে ভর্তি পরীক্ষায় আসন বেড়েছে ৫০টি বিএনপি ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে : ওবায়দুল কাদের

সকল