২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

ফাহমিদা নবীর সুরে গাইলেন সৈয়দ আবদুল হাদী

-

বাংলাদেশের সিনেমার গানের একসময়ের বরেণ্য সঙ্গীতশিল্পী মাহমুদুন্নবীর সাথে সৈয়দ আবদুুল হাদীর সম্পর্কটা ছিল বন্ধুত্বের। যে কারণে মাহমুদুন্নবীর দুই যোগ্য উত্তরসূরি ফাহমিদা-সামিনা সৈয়দ আবদুুল হাদীকে চাচা বলেই অভিহিত করতেন। ফাহমিদা-সামিনাকেও সৈয়দ আবদুুল হাদী ভীষণ স্নেহ করেন। সেই প্রিয় মানুষ আবদুুল হাদীর জন্য একটি গানের সুর করতে পেরে ভীষণ উচ্ছ্বসিত ফাহমিদা নবী। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী ‘জীবনের জয়গান’-এর প্রজেক্টের একটি গান ‘আমি কেমন করে ভুলি’ গানটি সৈয়দ আবদুল হাদীকে দিয়ে গাইয়েছেন। গানটির সুর করেছেন ফাহমিদা নবী এবং সঙ্গীতায়োজন করেছেন ফাহমিদারই ছোট ভাই পঞ্চম। গত মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি স্টুডিওতে গানটির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। গানটি প্রসঙ্গে সৈয়দ আবদুুল হাদী বলেন, ‘ফাহমিদার সুরে প্রথম গান গাইলাম। আমার কথা ভাবনায় রেখেই ফাহমিদা বেশ ভালো সুর করেছে। গানটির কথাও আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমার বিশ^াস গানটি শ্রোতা দর্শকের ভীষণ ভালো লাগবে।’ ফাহমিদ নবী বলেন, ‘হাদী চাচাতো আমার আব্বার বন্ধু ছিলেন। তাই তিনি যখন গান গাইছিলেন আমি তখন কেঁদে ফেলেছিলাম। কারণ হাদী চাচার মধ্যে আমি আব্বার আদর মাখা গন্ধটা পাচ্ছিলাম। মনে হচ্ছিল যেন আব্বাই গান গাইছিলেন। সবমিলিয়ে আসলে এতটাই মিশ্র অনুভূতি ছিল যে, আমি ভীষণ আবেগী হয়ে উঠেছিলাম। সত্যি বলতে কী কিছু সময়ের, কিছু সান্নিধ্যের ব্যাখ্যা হয় না, তুলনা হয় না। মঙ্গলবার রাতের হাদী চাচার গান রেকর্ডিংয়ের সময়টা সত্যি এমনই এক সময় ছিল। ধন্যবাদ হাদী চাচাকে গানটিতে কষ্ট করে ভয়েজ দেয়ার জন্য। আমি কৃতজ্ঞ।’ ফাহমিদা নবী জানান ‘জীবনের জয়গান’-এর প্রজেক্টটির সমন্বয় সাধন করছেন রাফি হোসেন ও বিটোপি দাস। এ দিকে গত সেপ্টেম্বরে সৈয়দ আবদুুল হাদী আমেরিকাতে টানা বেশ কয়েকটি স্টেজ শোতে অংশ নিয়েছেন। আপাতত দেশে কোনো স্টেজ শো নিয়ে ব্যস্ততা নেই তার। সম্প্রতি ফাহমিদা নবীর উপস্থাপনায় নিউজ টোয়েন্টি ফোরে প্রচার শুরু হয়েছে ‘ফাহমিদা নবীর সাথে গান ও আড্ডা’ বিষয়ক অনুষ্ঠানটি। অনুষ্ঠানটি প্রতি বৃহস্পতি ও শুক্রবার রাত ৯টায় চ্যানেলটিতে প্রচার হয়। শেষ হয়েছে ‘সেলন সুপার সিঙ্গার’ রিয়েলিটি শো। এরই মধ্যে গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর এনটিভিতে গ্র্যান্ড ফিনালে পর্বটি প্রচার হবে। এই রিয়েলিটি শোর প্রধান তিন বিচারকের একজন ছিলেন ফাহমিদা নবী। এ দিকে গত ১০ অক্টোবর রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে জামালে হোসেনের কথায় ও মুহিন খানের সুর সঙ্গীতে ফাহমিদার ‘শ্রাবণ এলে’ গানটি। ছবি : মোহসীন আহমেদ কাওছার


আরো সংবাদ



premium cement