২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

সাড়া পেলেন চঞ্চল-মম জুটি

-

গেল ঈদে তিনটি ভিন্ন চ্যানেলে প্রচারিত হলো জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত দুই অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী ও জাকিয়া বারী মম অভিনীত তিনটি নাটক। নাটকগুলো হচ্ছে এস এ হক অলিকের ‘স্যরি বলো’, সকাল আহমেদের ‘ব্যক্তিত্ব বাবুল’ এবং রতন হাসানের ‘নব্বই দিন’। গল্পে ভিন্নতা অর্থাৎ সমাজে কর্মজীবী স্বামী-স্ত্রীর মধ্যে সন্তানকে নিয়ে কমন সমস্যাকে নিয়ে নির্মিত নাটক ‘স্যরি বলো’র জন্য দর্শকের কাছ থেকে চঞ্চল ও মম বেশি সাড়া পেয়েছেন। নাটকটির জীবনধর্মী গল্প, অলিকের নির্মাণশৈলী এবং চঞ্চল, মমর অনবদ্য অভিনয় দর্শককে মুগ্ধ করে। পাশাপাশি তাদের সন্তান চরিত্রে সুহার অভিনয়ও দর্শককে মুগ্ধ করে। এ নাটকটি ঈদে চ্যানেল নাইনে প্রচারিত হয়। আবার ‘ব্যক্তিত্ব বাবুল’ এবং ‘নব্বই দিন’ নাটকে অভিনয় করেও প্রশংসিত হন চঞ্চল ও চৌধুরী মম। ছোট পর্দায় এই জুটিকে দেখে অনেক দর্শকই তাদের রূপালী পর্দায় জুটি হিসেবে দেখার আগ্রহ প্রকাশ করেছেন। বিশেষত নাটকগুলো ইউটিউবে প্রকাশের পর দর্শকের মন্তব্যে চঞ্চল চৌধুরী ও জাকিয়া বারী মমকে নিয়ে সিনেমা নির্মাণের আগ্রহই প্রকাশ পায়। প্রযোজক, পরিচালকের আগ্রহ থাকলে নির্মিত হতে পারে চঞ্চল ও মমকে নিয়ে সিনেমা। গল্প এবং চরিত্র ভালো হলে চঞ্চল ও মম’ও সিনেমায় একসঙ্গে কাজ করতে আগ্রহী। কারণ দর্শকের জন্যই তারা অভিনয় করেন। সেটা হোক ছোট পর্দা কিংবা বড় পর্দা। সবকিছু ব্যাটেবলে মিলে গেলেই তারা সিনেমায়ও অভিনয় করবেন। চঞ্চল চৌধুরী বলেন, ‘সত্যি বলতে কি আমি সবসময়ই নাটকে অভিনয়ের পূর্বে গল্পটা পড়ে নেই। গল্প এবং চরিত্রে আমি খুব গুরুত্ব দেই। আমার নিজের ভালো না লাগলে কাজ করি না। যথারীতি এবারের ঈদেও আমি আগের চেয়ে ভালো গল্পের নাটকেই কাজ করেছি। অন্যান্য নাটকের জন্য যেমন সাড়া পেয়েছি স্যরি বলো’ নাটকের জন্যও বেশ সাড়া পেয়েছি। একটা কথাই বিশেষত বলতে চাই যারা নাটক নির্মাণ করেন দেশ, সমাজের কথা ভেবে তারা যেন শিক্ষামূলক নাটক নির্মাণের প্রতি মনোযোগ দেন। কারণ নাটক থেকেই দর্শক অনেক কিছু শিক্ষা নেন।’ জাকিয়া বারী মম বলেন, ‘আমিও এখন গল্পনির্ভর নাটকের প্রতি অধিক মনোযোগ দেয়ার চেষ্টা করছি। কারণ দর্শক এখন নাটকে নিজেদের জীবনের গল্প, পরিবারের গল্প খুঁজে বেড়ায়। আর ইউটিউব প্লাটফর্মের কারণে নাটক এখন দেশের বাইরের বাংলা ভাষাভাষীরা উপভোগ করেন। তাদের কথা ভেবেও ভালো গল্পের নাটক নির্মাণ করতে হবে। চঞ্চল ভাইয়ের সাথে স্যরি বলোসহ অন্য নাটকগুলোর জন্য বেশ সাড়া পেয়েছি। গল্প ভালো হলে, সবকিছু ব্যাটেবলে মিলে গেলে সিনেমায়ও হয়তো কাজ করব আমরা।


আরো সংবাদ



premium cement
অধিকার প্রতিষ্ঠায় দেশপ্রেমিক জনতার ঐক্যের বিকল্প নেই : ডা: শফিকুর রহমান সোনাগাজীতে জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পুরস্কার পেল ২২ কিশোর গফরগাঁওয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা : আমিনুল লিবিয়ায় নিয়ে সালথার যুবককে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেফতার ১ মনুষ্য চামড়ায় তৈরি বইয়ের মলাট সরানো হলো হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে আওয়ামী লীগকে বর্জন করতে হবে : ডা: ইরান আমরা একটা পরাধীন জাতিতে পরিণত হয়েছি : মেজর হাফিজ তরুণীর লাশ উদ্ধারের পর প্রেমিকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা ভিয়েনায় মুসলিম বিশ্বের রাষ্ট্রদূতদের ইফতারে ইসলামিক রিলিজিয়াস অথোরিটি আমন্ত্রিত এবার বাজারে এলো শাওমির তৈরি বৈদ্যুতিক গাড়ি

সকল