১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

মীর সাব্বিরের ইউটিউব চ্যানেল

-

গুণী অভিনেতা ও নাট্যনির্মাতা মীর সাব্বির এবার নিজের নামেই ইউটিউব চ্যানেল খুললেন। গেল কোরবানির ঈদের ঠিক আগের দিন মীর সাব্বির নামের ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু হয় মীর সাব্বিরের একটি স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে। অতঃপর সেদিনই তার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় ঈদের বিশেষ নাটক ‘বাপ বেটার কাপল টিকেট’। বরিশালের ভাষায় নির্মিত এ নাটকটি নির্মাণ করেছেন মীর সাব্বির। রচনাও করেছেন তিনি। নাটকটিতে বাপ বেটার ভূমিকায় অভিনয় করেছেন মীর সাব্বির ও জামিল আহম্মেদ। আরো আছেন তানজিকা আমিন, শফিক খান দিলু, ওয়ালিউল হক রুমী প্রমুখ। এরই মধ্যে নাটকটি ১১ লাখের বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। নিজের নামে ইউটিউব চ্যানেল প্রকাশ এবং নিজের চ্যানেলে নিজের নির্দেশিত নাটকের প্রতি দর্শকের আগ্রহ নিয়ে দারুণ উচ্ছ্বসিত মীর সাব্বির। মীর সাব্বির বলেন, ‘সত্যি বলতে কী, অনেক গল্প, অনেক ভাবনা নিয়ে নাটক নির্মাণের ইচ্ছে থাকে। কিন্তু নানা ধরনের প্রতিবন্ধকতার কারণে সেগুলো আর নির্মাণ করা সম্ভব হয়ে ওঠে না। এ ছাড়াও আমার নিজের মতো করে কিছু কাজ করারও ইচ্ছে ছিল বহু দিন ধরেই। নিজের মতো করে নাটকে মতপ্রকাশেরও সুযোগ থাকবে এখন আমার ইউটিউব চ্যানেলে। আমি দর্শকের কাছে কৃতজ্ঞ যে, তারা আমার ইউটিউব চ্যানেলটি সাদরে গ্রহণ করেছেন। আমার অভিনীত নাটক উপভোগ করছেন। সত্যি বলতে কী আমি, আমরা তো শ্রম দেই দর্শকের জন্যই। দর্শকের ভালো লাগার মধ্যেই নিজেদের সফলতা খুঁজে পাই। দর্শকের কাছে বিশেষ অনুরোধ থাকবে, আপনারা মীর সাব্বির ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন। আমি চেষ্টা করব ভালো ভালো গল্পের নাটক দর্শককে উপহার দিতে।’ মীর সাব্বির জানান, শুধুই নাটক নয়, বিভিন্ন ধরনের ভিন্ন আঙ্গিকের অনুষ্ঠানও তার চ্যানেলে প্রকাশ পাবে। মাত্র এক সপ্তাহেই মীর সাব্বির ইউটিউব চ্যানেলটির সাবস্ক্রাইবার হয়েছেন ২২ হাজার ২৮৮ জন। মীর সাব্বির আশাবাদী এই চ্যানেলটিই একদিন দৃষ্টান্ত হয়ে দাঁড়াবে। তার চ্যানেলে প্রকাশিত প্রথম নাটকটি কোনো চ্যানেলে প্রচার হয়নি। এ নাটকটি ছাড়াও তার চ্যানেলে প্রকাশিত আছে মীর সাব্বির নির্মিত সাত পর্বের ঈদ ধারাবাহিক নাটক ‘মতলব’ ও খণ্ড নাটক ‘মুকুল কলেজ’। দু’টি নাটকে তার সহশিল্পী হিসেবে আছেন তারই সহধর্মিণী ফারজানা চুমকী। এ দিকে অক্টোবরের শেষপ্রান্তে মীর সাব্বির নির্মাণ করতে যাচ্ছেন তার প্রথম সিনেমা ‘রাত জাগা ফুল’। এটি সরকারি অনুদানে নির্মিত হবে। বর্তমানে চলছে শিল্পী নির্বাচনের কাজ। পাশাপাশি সিনেমায় কে কে গান করবেন, কে সঙ্গীত পরিচালনা করবেন তা নিয়েও ব্যস্ত আছেন মীর সাব্বির।
ছবি : মোহসীন আহমেদ কাওছার


আরো সংবাদ



premium cement
তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চালাচ্ছে বিএনপি : কাদের রৌমারীতে বড়াইবাড়ী সীমান্তযুদ্ধ দিবস পালিত

সকল