২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ওয়েব সিরিজে মৌটুসী

-

একটি ভালো গল্পের ওয়েব সিরিজে অভিনয়ের জন্য অধীর আগ্রহে প্রতীক্ষা ছিল তার। অবশেষে ধৈর্য নিয়ে প্রতীক্ষার সেই ফল পেলেন ভার্সেটাইল অভিনেত্রী মৌটুসী বিশ^াস। গত ১৬ জুলাই সকালটাই ছিল যেন মৌটুসীর অভিনয় জীবনে এক অন্যরকম সকাল। কারণ সেদিনই তিনি প্রথম ওয়েব সিরিজে অভিনয় শুরু করেন। গুণী গুণী অভিনয়শিল্পীর সাথে সেদিন সকালে একেবারেই সিনেমার আবহে ওয়েব সিরিজের শুটিং শুরু হয়। সবকিছু মিলিয়ে যেন মৌটুসী ছিলেন দারুণ উচ্ছ্বসিত। একজন অভিনয়শিল্পী যখন ভালো গল্প, ভালো চরিত্র, গুণী নির্মাতা, গুণী সহশিল্পী এবং সর্বোপরি ভালো একটি ইউনিটে কাজ করার সুযোগ পান তখন শুটিংয়ের পুরো সময়টাই যেন শিল্পী তার কাজে মগ্ন থাকেন। কারণ তিনি উপলব্ধি করতে পারেন একটি ভালো কাজ হতে যাচ্ছে। মাসুদ হাসান উজ্জ্বলের পরিচালনায় ‘পাফ ড্যাডি’ ওয়েব সিরিজে কাজ করতে গিয়ে মৌটুসীর যেন তাই মনে হচ্ছে। যে কারণে প্রথমবার ওয়েব সিরিজে কাজ করতে গিয়ে ভীষণ খুশি তিনি। ‘পাফ ড্যাডি’ ওয়েব সিরিজটির চিত্রনাট্য মেহেদী হাসান উজ্জ্বলেরই। এই ওয়েব সিরিজে মৌটুসী কাজ করছেন পীযূষ বন্দ্যোপাধ্যায়, শহীদুজ্জামান সেলিম, আজাদ আবুল কালাম, বিজরী বরকত উল্যাহ, ইন্তেখাব দিনারের মতো গুণী অভিনয়শিল্পীদের সাথে। ১০ পর্বের এই ওয়েব সিরিজে নিজের চরিত্র সম্পর্কে মৌটুসী বিশ^াস জানান, ‘পাফ ড্যাডি’তে মৌটুসীর চরিত্র সম্পর্কে নির্মাতা জানান, এতে তার চরিত্রের নাম কমলা। তিনি একজন স্ট্রিট ম্যাজিশিয়ানের সহকারী হিসেবে কাজ করেন। ম্যাজিশিয়ানের প্রতি ভক্তি, প্রেম ও মুগ্ধতার কারণে দর্শকদের সামনে তাকে অনেক ঝুঁকিপূর্ণ স্ট্যান্টও করতে দেখা যায়। পরে তাদের বিচ্ছেদ হয়। বড় ক্যানভাসের এই ওয়েব সিরিজে কাজ করা প্রসঙ্গে মৌটুসী বিশ^াস বলেন, ‘সত্যি বলতে কী শুটিং শুরু করার আগে পর্যন্ত নতুন কাজ সম্পর্কে জানান দিতে আগ্রহ থাকে না আমার। একটি ভালো গল্পের ওয়েব সিরিজে কাজ করার জন্য বিগত বেশ কিছুদিন ধরে অপেক্ষা করেছি। সেই অপেক্ষারই ফল হিসেবে উজ্জ্বল ভাইয়ের নির্দেশনায় পাফ ড্যাডিতে কাজ করার সুযোগ পেলাম। অবশ্যই আমি অনেক খুশি কারণ এই ওয়েব সিরিজে অনেক গুণী গুণী শিল্পীদের সাথে একত্রে কাজ করার সুযোগ পেয়েছি। তা ছাড়া, আমার কমলা চরিত্রটিও বেশ চ্যালেঞ্জিং একটি চরিত্র। শুটিং শুরুর সময়টাতে একটু নার্ভাস ছিলাম, তবে নিজের চরিত্রে নিজেকে যথাযথভাবে উপস্থাপন করতে আমার সর্বোচ্চ চেষ্টা ছিল, আন্তরিকতা ছিল। নিঃসন্দেহে উজ্জ্বল ভাই একজন ভালো লেখক এবং পরিচালক।’ ঢাকার অদূরে মাওয়াতে শুটিং চলতি এই ওয়েব সিরিজের নির্মাণ শেষে আরো বেশকিছুদিন পর ওয়েব সিরিজটি একটি ইউটিউব চ্যানেলে প্রচারে আসবে।


আরো সংবাদ



premium cement
জামালপুরে সড়কে দাপিয়ে বেড়াচ্ছে হাজার হাজার অবৈধ গাড়ি কালীগঞ্জে আওয়ামী লীগে বিভেদ শরীয়তপুরে বৃদ্ধি পাচ্ছে ভুট্টার আবাদ মিরসরাইয়ে ৩ দিনের ব্যবধানে কেজিপ্রতি আলুতে দাম বেড়েছে ১০ টাকা ফরিদপুরের পদ্মাপাড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ২৩ এস্কেভেটর ও ৮ ট্রাক ফেলে পালালো বালুদস্যুরা বরগুনায় দুই সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা গলাচিপায় নির্বাচনী মাঠে সম্ভাব্য প্রার্থীরা নাটোরে চেয়ারম্যান প্রার্থী লুৎফুল হাবীবকে শোকজ হোসেনপুরে গ্রামের গ্রাহকরা দিনে এক ঘণ্টাও বিদ্যুৎ পাচ্ছেন না ঈদগাঁওতে আচরণবিধি লঙ্ঘন করায় ৭ প্রার্থীকে জরিমানা গাজীপুরে স্মার্ট প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম উদ্বোধন

সকল