২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

সম্মাননায় ভূষিত আমিরুল হক চৌধুরী

-

দেশের নাট্যাঙ্গনের এবং চলচ্চিত্রাঙ্গনের কিংবদন্তি অভিনেতা আমিরুল হক চৌধুরী। এরই মধ্যে আমেরিকা ঘুরে এসে দেশে ফিরেছেন। তবে এবার আমেরিকা ঘুরতে যাওয়ার বিষয়টা ছিল তার অভিনয় জীবনের অন্যতম একটি অধ্যায়। কারণ এবার আমেরিকায় তিনি একসাথে তিনটি সম্মাননায় ভূষিত হয়েছেন। ১৯৭১ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব লস অ্যাঞ্জেলস ‘এই তো আমরা’ এবং লস অ্যাঞ্জেলসের কংগ্রেস ম্যান ব্রেইড সে ম্যান কর্তৃক বিশেষভাবে সম্মানিত হয়েছেন আমিরুল হক চৌধুরী। গত ২১ অক্টোবর তিনি এ তিনটি সম্মাননায় ভূষিত হয়েছেন। সে দিন লস অ্যাঞ্জেলসের হলিউডের সাইন্টোলজি মিলনায়তনে একজন নূরু মিয়া নাটকটি প্রদর্শিত হয়। নাটকটি প্রদর্শনের পর বেশ দীর্ঘ সময় আমিরুল হকের অভিনয়ে মুগ্ধ হয়ে দর্শক করতালি দেন এবং তার অভিনয়ের ভূয়সী প্রশংসা করেন। নাটক মঞ্চায়নের পর সেখানে বালার পক্ষ থেকে আমিরুল হককে আজীবন সদস্য করে নেয়ার পাশাপাশি তাকে সম্মাননা জানানো হয়। একই সময় এই তো আমরা নামের আরেকটি সংগঠন তাকে আজীবন সম্মাননায় ভূষিত করে। ঠিক সে সময়ই লস অ্যাঞ্জেলসের কংগ্রেস ম্যানের পক্ষ থেকে তাকে সম্মাননার কথা ঘোষণা দিয়ে নিমন্ত্রণ জানানো হয়। পরবর্তীতে তিনি কংগ্রেস ম্যানের অফিসে গিয়ে কংগ্রেস ম্যান ব্রেইপ সে ম্যানের কাছ থেকে সম্মাননা গ্রহণ করেন। একসাথে তিনটি সম্মাননা পেয়ে ভীষণ আবেগাপ্লুত হয়ে পড়েন বরেণ্য অভিনেতা আমিরুল হক চৌধুরী। আমিরুল হক চৌধুরী বলেন, ‘এটা আমার অভিনয় জীবনের প্রাপ্তির মুহূর্তের সত্যিই বিশেষ স্মরণীয় একসময় ছিল। আমি এতটাই আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম যে, কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম।

 


আরো সংবাদ



premium cement
বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি, অনলাইনে ক্লাস চালুর চিন্তা বিশ্বের অন্যতম স্মার্ট হজ ব্যবস্থাপনা হবে বাংলাদেশে : ধর্মমন্ত্রী সিলেটে ৪৪ লাখ টাকার ভারতীয় চিনিসহ গ্রেফতার ৪ অবৈধ সম্পদ : এস কে সিনহার বিরুদ্ধে প্রতিবেদন ২৬ জুন টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে চাপম্যান-আফ্রিদির উন্নতি থানচিতে ট্রাকে দুর্বৃত্তদের গুলি চীনের আনহুই প্রদেশের সাথে ডিএনসিসি’র সমঝোতা স্মারক সই আ’লীগের ২ গ্রুপের সংঘর্ষ : ২ শতাধিক ককটেল বিষ্ফোরণ, আহত ৫ রাঙ্গামাটিতে ডাম্প ট্রাক খাদে পড়ে নিহত ৬, আহত ৮ প্রতিবাদ সমাবেশকারীদের গ্রেফতারের নিন্দা জামায়াতের ‘সংসদ সদস্যরা নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না’

সকল