আইন অমান্যকারীদের ভয়াবহ পরিণতি হবে : ইসি রাশেদা
- নয়া দিগন্ত অনলাইন
- ২৬ মে ২০২৪, ২১:১০
যারা আইন মানবে না, তাদের ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে সংশ্লিষ্টদের হুঁশিয়ার করেছেন নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা।
তিনি বলেন, পেশি শক্তিতে ভোট কেন্দ্র দখল করে সিল মেরে জাল ভোট দিয়ে কোনো লাভ হবে না। এসব ঠেকানোর জন্য ব্যালট পেপারের উল্টো দিকে সহকারী প্রিজাইডিং কর্মকর্তার সিল ও সইয়ের নিয়ম চালু করা হয়েছে। সিল ও সই না থাকলে ওই ভোট বাতিল হয়ে যাবে।
রোববার সকালে দিনাজপুরের জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে উপজেলা পরিষদে নির্বাচনের প্রার্থীদের সাথে মত বিনিময়কালে এ কথা বলেন তিনি।
সব দলকে নির্বাচনে আনা প্রসঙ্গে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে ইসি বলেন, কমিশন চায় নিবন্ধিত ৪৪ রাজনৈতিক দলই নির্বাচনে আসুক। কিন্তু আসা না আসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া প্রত্যেকটা দলের নিজস্ব স্বাধীনতা রয়েছে৷ ইসির হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই।
তিনি আরো বলেন, এখন রাজনৈতিক পরিস্থিতি বিরোধপূর্ণ হয়ে গেছে৷ এটা দূর করার মতো কোনো ক্ষমতা বা এখতিয়ার কমিশনের হাতে দেওয়া নেই। তবে রাজনৈতিকভাবে এটা দ্রুত শেষ করে দেওয়া দরকার।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা