উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ৪৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন
- নয়া দিগন্ত অনলাইন
- ১৯ মে ২০২৪, ১৭:১৩
২১ মে অনুষ্ঠেয় দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় ৪৫৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯ মে থেকে ২৩ মে পর্যন্ত আধাসামরিক বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে।
এতে বলা হয়,‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার' এর আওতায় একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে বিজিবি সদস্যরা।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, গত ৮ মে প্রথম ধাপে ১৫০টি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই সময় ৪১৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়।
দ্বিতীয় ধাপে ১৬০ উপজেলায় ২১ মে এবং তৃতীয় ধাপে ১১২টি উপজেলায় ২৯ মে ভোট হবে।
চতুর্থ ধাপে আগামী ৫ জুন ৫৫টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইসির পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ২২টি উপজেলা পরিষদ নির্বাচন, দ্বিতীয় ধাপে ২৪টি, তৃতীয় ধাপে ২১টি এবং চতুর্থ ধাপে দুটি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা