১১ জুন ২০২৩, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩০, ২১ জিলকদ ১৪৪৪
`

উপ-নির্বাচনে শতবর্ষীয় সুরাইয়া বেগম ইভিএমে ভোট দিলেন

শতবর্ষীয় সুরাইয়া বেগম - ছবি : নয়া দিগন্ত

সরিষাবাড়ীতে ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিয়েছেন শতবর্ষীয় বৃদ্ধা সুরাইয়া বেগম।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে খাগুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে তিনি তার ভোট দেন। এর আগে সকাল ৮টা থেকে ভোট শুরু হয়।

সুরাইয়া বেগম ভোট দেয়ার অনুভূতি প্রকাশ করে বলেন এই বয়সে কেন্দ্রে এসে ভোট দিতে পারায় ভালো লাগল।

এই কেন্দ্রে মোট ভোটার সংখা ৩২২৪ ভোট। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট কেন্দ্রের ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই ভোটের আনন্দ উৎসব মেতে উঠে নির্বাচিত এলাকার ভোটাররা।

২০২১ সালের ২৩ ডিসেম্বর অনুষ্টিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনাব ছোহরাব আলী দেওয়ানী জয়লাভ করে নির্বাচিত হন। দীর্ঘ এক বছর পর ১৫ ডিসেম্বর বার্ধক্যজনিত রোগে মৃত্যু বরণ করার পর ওই পদটি শুন্য হয়ে যায়।


আরো সংবাদ


premium cement