২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`
গাইবান্ধা-৫ উপনির্বাচন

৯৪টি কেন্দ্রের সিসিটিভি ফুটেজ পুনরায় পরীক্ষা করতে বলেছে ইসি

-

অনিয়মের কারণে গত ১২ অক্টোবর স্থগিত হয়ে যাওয়া গাইবান্ধা-৫ উপনির্বাচনের ৯৪টি কেন্দ্রের সিসিটিভি ফুটেজ পুনরায় তদন্ত করতে সংশ্লিষ্ট কমিটিকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল শনিবার (৫ নভেম্বর) ইসি সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, আমাদের সিদ্ধান্ত হচ্ছে, উপনির্বাচনে স্থগিত হওয়া ৫২টি কেন্দ্র ছাড়া বাকি ৯৪টি কেন্দ্রের জন্য আমরা কোনো সিদ্ধান্ত দেইনি বা পুরোপুরি পর্যবেক্ষণ করিনি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটি কমিটি আমাদের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করবে এবং এ বিষয়ে একটি পর্যবেক্ষণ প্রতিবেদন দেবে।

এ জন্য আমরা ইতোমধ্যে একটি কমিটি গঠন করেছি। আগের কমিটি এটা করবে এবং সাত দিনের মধ্যে আমাদের একটি প্রতিবেদন দেবে।

পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান সিইসি।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement