২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

নারায়ণগঞ্জের ভোটে উপস্থিতি `ভালো' : রিটার্নিং কর্মকর্তা

নারায়ণগঞ্জের ভোটে উপস্থিতি `ভালো' : রিটার্নিং কর্মকর্তা - ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ভোট হচ্ছে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে; গোলযোগবিহীন এ নির্বাচনে ভোটার উপস্থিতিও তুলনামুলক ভালো বলে জানালেন রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার। রোববার সকাল ৮টা থেকে এ সিটির ১৯২টি কেন্দ্রে ভোট চলছে ইভিএমে, যা একটানা বিকাল ৪টা পর্যন্ত চলবে।

রিটার্নিং কর্মকর্তা মাহফুজা সকালে ১৩ নম্বর ও ১৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেন এবং ভোটার ও ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে কথা বলেন।

বেলা ১২টার দিকে সাংবাদিকদের তিনি বলেন, `আমরা বিভিন্ন কেন্দ্রে দেখলাম, কথা বললাম। চার ঘণ্টায় ভালো ভোট কাস্ট হচ্ছে। ভোটারের উপস্থিতিও ভালো রয়েছে।'

তবে ভোট পড়ার হার নিয়ে আগাম ধারণা দিতে চাননি ঢাকার এ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।

জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহজেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহতিনি বলেন, `কোথাও বেশি, কোথাও কম ভোট পড়েছে। সকালের দিকে কয়েকটি কেন্দ্রে ধীরগতি দেখা গেছে। কোথাও কোনো মেশিন ডিস্টার্ব করেছে, সাময়িক কিছু সমস্যা ঘটলেও টেকনিক্যাল পার্সনরা দ্রুত সেরে নিচ্ছে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে, কোনো গোলযোগ নেই। উৎসবমুখর ভোট হচ্ছে।'

দিনশেষে ভোটার উপস্থিতি `বেশ ভালো হতে পারে' বলে ধারণা দেন রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার।

২০১১ সালে এ সিটির নির্বাচনে ভোটের হার ছিল ৬৯ শতাংশ; তবে ২০১৬ সালে তা কমে ৬২ দশমিক ৩৩ শতাংশে দাঁড়ায়। করোনাভাইরাস সংক্রমণের মধ্যে এবার ৫ লাখ ১৭ হাজারের ভোটারের মধ্যে কত শতাংশ ভোট দেন, তাই এখন দেখার বিষয়।

এর আগে সকালে একটি কেন্দ্র পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, `ভোটের পরিবেশ বেশ ভালো রয়েছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নি। শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। প্রথম দুই ঘণ্টায় একটি কেন্দ্রের ভোটকক্ষে ৩০-৩৫% মতো ভোট পড়েছে।'

উৎসবমুখর পরিবেশেই ভোট শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারনির্বাচন কমিশনার মাহবুব তালুকদারনারায়ণগঞ্জ বার একাডেমি কেন্দ্রে প্রথম পাঁচ ঘণ্টায় প্রায় ৩০% ভোট পড়েছে বলে জানান প্রিজাইডিং কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, `এ কেন্দ্রে ভোটার রয়েছে ৩১৫৭ জন; এর মধ্যে কাস্ট হয়েছে ১১১৯ জনের ভোট।'

ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, `আধাবেলায় ভালো ভোটার উপস্থিতি রয়েছে। দিন শেষে কেমন ভোট পড়ে দেখা যাক। এখানকার পরিস্থিতিও ভালো, ইভিএমেও ত্রুটি হয়নি।'

দুপুরে নির্বাচন দেখতে নারায়ণগঞ্জে যান নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তবে কেমন ভোট হচ্ছে তা নিয়ে মন্তব্য করতে চাননি তিনি।

সাংবাদিকদের তিনি বলেন, `বিদায় লগ্নে ভালো একটা নির্বাচন দেখতে চাই। তাই এখানে এসেছি। ৪টার আগে নির্বাচন নিয়ে কিছু বলব না। কোনো অভিযোগ থাকলে আপনারা জানান।'

ভোটার উপস্থিতি যত বেশি হবে, নির্বাচন ‘তত ভালো হবে’ বলে মন্তব্য করেন তিনি।


আরো সংবাদ



premium cement