২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ভোট দিতে এসে গ্রেফতার যুবদল নেতা, তৈমূরের অভিযোগ

- ছবি - নয়া দিগন্ত

নাসিক নির্বাচনে ভোট দিতে এসে গ্রেফতার হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন। রোববার বেলা সোয়া ১১টার দিকে ১৬নং ওয়ার্ডের দেওভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করে তৈমূর আলম খন্দকার এই অভিযোগ করেন।

তিনি অভিযোগ করেন, সোনাকান্দা এলাকায় তার সমর্থক যুবদল নেতা মনোয়ার হোসেনকে পুলিশ গ্রেফতার করেছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ঠিকাদার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান তাকে গ্রেপ্তার করিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, বেলা ১১টার দিকে ২০ নম্বর ওয়ার্ডের সোনাকান্দা পানির ট্যাংক কেন্দ্রের সামনে থেকে পুলিশ মনোয়ার হোসেনকে গ্রেফতার করে। তিনি ভোট দিতে এসেছিলেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র দাস বলেন, ভোটকেন্দ্রে জোর করে প্রবেশ ও প্রভাব বিস্তারের চেষ্টা করায় মনোয়ারকে আটক করা হয়েছে।

তৈমূর বলেন, ইভিএমের কারণে ভোট দিতে দেরি হচ্ছে। লাইনে দাঁড়িয়ে থেকে মানুষ ভোট দিতে পারছেন না। ত্রুটিপূর্ণ মেশিনের কারণে এই ভোগান্তি হচ্ছে।

তিনি ভোট কাস্ট নিয়ে শঙ্কা প্রকাশ করেন বলেন, কেন্দ্রে এজেন্ট আছে। এজেন্ট বের করে দেবে না বলে বিশ্বাস তার।


আরো সংবাদ



premium cement