১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

সিলেট-৩ আসনের উপনির্বাচন বিধিনিষেধ-বহির্ভূত থাকবে : সিইসি

- ছবি - সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা জানিয়েছেন, আগামী ২৮ জুলাই অনুষ্ঠিতব্য সিলেট-৩ আসনের উপনির্বাচনের কার্যক্রম বিধিনিষেধ-বহির্ভূত থাকবে।

শনিবার দুপুরে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় সংসদের ২৩১, সিলেট-৩ আসনের নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় তিনি এ কথা জানান।

সিইসি বলেন, ‘দেশের সংবিধান অনুযায়ী শূন্য আসনে ৯০ দিনের মধ্যে নির্বাচন দেয়ার বিধান রয়েছে। তাই এ কঠিন সময়ের মধ্যেও নির্বাচন করতে হচ্ছে। তবে করোনায় বিধিনিষেধ মানতে সর্বোচ্চ সতর্কতা পালনে দায়িত্বশীলদের নির্দেশনা দেয়া হয়েছে।’

নূরুল হুদা আরো বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অনেক সময় রাজনৈতিক দল হেরে গিয়ে নানা অভিযোগ করে। এতে নির্বাচন কমিশনের কিছু করার নেই।’

এ সময় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী (অব.) বলেন, সাংবিধানিক দায়িত্ব পালন করতে সবকিছুই করছে কমিশন, এতে কারো সংশয়ের অবকাশ নেই।

এ ছাড়াও বিভাগীয় কমিশনার, ডিআইজি, এসএমপি কমিশনার, জেলা পুলিশ সুপার, সেনাবাহিনী, র‍্যাব-৯, ফায়ার সার্ভিস, বিজিবি, আনসারসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement