২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

তৃতীয় ধাপে পৌর নির্বাচনে ভোট পড়েছে ৭০ শতাংশ : ইসি

তৃতীয় ধাপে পৌর নির্বাচনে ভোট পড়েছে ৭০ শতাংশ - ছবি : সংগৃহীত

তৃতীয় ধাপে ৬২টি পৌরসভায় নির্বাচনে ৭০ ভাগ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান এ তথ্য জানান। শনিবার তৃতীয় ধাপের পৌর নির্বাচনে ১৯ লাখ ৮ হাজার ৬১৫ ভোটারের মধ্যে মেয়র পদে ভোট দিয়েছেন ১৩ লাখ ৪৪ হাজার ১৬ জন। সে হিসাবে, এবারের ভোটের হার ৭০.৪২%।

সর্বোচ্চ ভোট পড়েছে নওগাঁর ধামইরহাটে ৯২.১৪%। সর্বনিম্ন ভোট পড়েছে ৪১.৮৭% মৌলভীবাজারে।

ফল পর্যালোচনায় দেখা যায়, তৃতীয় ধাপে মেয়র পদে আওয়ামী লীগের ৪৫ জন, বিএনপির তিনজন ও স্বতন্ত্র ১৪ জন বিজয়ী হন।

এর আগে ১৮ ডিসেম্বরের প্রথম ধাপে ভোটে ৬৫ ভাগ, দ্বিতীয় ধাপে ১৬ জানুয়ারির ৬২ ভাগ ভোট পড়েছে।

ইসি সচিব মো. আলমগীর ভোট শেষে দাবি করেছেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হয়েছে। প্রথম দফায় সব ইভিএমে, দ্বিতীয় দফায় ব্যালট-ইভিএম দুটোই ছিল। তৃতীয় ধাপে ব্যালটে ভোট হয়েছে।

করোনাভাইরাস মহামারীর মধ্যে এবার পাঁচ ধাপে পৌরসভায় নির্বাচন করছে কমিশন।

প্রথম ধাপের তফসিলের ২৪টি পৌরসভায় গত ২৮ ডিসেম্বর ইভিএমে ভোট হয়েছে, এরপর ১৬ জানুয়ারি ভোট হয়েছে ৬১ পৌরসভায়। তৃতীয় ধাপে ৬২ পৌরসভায় ব্যালটে ভোট হল ৩০ জানুয়ারি।

প্রসঙ্গত, প্রথম ধাপে আওয়ামী লীগের নৌকার প্রার্থীদের মধ্যে ১৮ জন, বিএনপির ধানের শীষের দুই জন এবং তিনজন স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে বিজয়ী হন। দ্বিতীয় ধাপে আওয়ামী লীগের ৪৫ জন, বিএনপির চারজন, জাতীয় পার্টির একজন, জাসদের একজন ও আটজন স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে বিজয়ী হন।

চতুর্ধ ধাপে ১৪ ফেব্রুয়ারি এবং ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে।


আরো সংবাদ



premium cement
ডিএমপির অভিযানে গ্রেফতার ৩৭ বাংলাদেশে নতুন করে বাড়ছে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা হিট অ্যালার্ট নিয়ে আবহাওয়া অধিদফতরের নতুন বার্তা ভান্ডারিয়ায় পিকআপ চাপায় বৃদ্ধ নিহত হোচট খেল লিভারপুল, পিছিয়ে গেল শিরোপা দৌড়ে যোদ্ধাদের দেখতে প্রকাশ্যে এলেন হামাস নেতা সিনওয়ার! ফের পন্থ ঝড়, ঘরের মাঠে গুজরাটকে হারাল দিল্লি ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র গ্রেফতারের পর যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ আরো বেড়েছে ইউক্রেন যুদ্ধে দুর্নীতি, পুতিনের নির্দেশে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী!  আমেরিকানরা কি ধর্ম থেকে সরে যাচ্ছে?

সকল