১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

ঢাকায় হাবিব, সিরাজগঞ্জে জয় বিজয়ী

- ছবি : সংগৃহীত

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী প্রকৌশলী তানভীর শাকিল জয় বিজয়ী হয়েছেন।

ঢাকা-১৮ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হাবিব হাসান ৭৫ হাজার ৮২০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ভোট ৫ হাজার ৩৬৯ ভোট।

এছাড়াও জাতীয় পার্টির মো: নাসির উদ্দিন সরকার ৩২৫ ভোট, গণফ্রন্টের কাজী মো শহিদুল্লাহ ১২৬ ভোট, বাংলাদেশ কংগ্রেস মো: ওমর ফারুক ৯১ ভোট, প্রগতিশীল গণতান্ত্রিক দলের মো: মহিবুল্লাহ বাহার ৮৭ ভোট পেয়েছেন।

উল্লেখ্য, নির্বাচনে ১৪ দশমিক ১৮ ভাগ ভোট পড়েছে বলে জানিয়েছেন ঢাক-১৮ আসনের রিটার্নিং অফিসার।

আর সিরাজগঞ্জ-১ আসনে তানভীর শাকিল জয় পেয়েছেন ১৮৮৩২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সেলিম রেজা পেয়েছেন মাত্র ৪৬৮ ভোট।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে ঢাকা-১৮ আসন শূন্য হয়। অন্যদিকে আওয়ামী লীগের প্রবীণ নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ -১ আসনটি শূন্য হয়।

আজ বৃহস্পতিবার সংসদীয় আসন দুটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ করা হয়।


আরো সংবাদ



premium cement