১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`

ঢাকা-৫ উপনির্বাচন প্রতীক নিয়ে ৫ প্রার্থী মাঠে

ঢাকা-৫ উপনির্বাচন প্রতীক নিয়ে ৫ প্রার্থী মাঠে - ছবি : সংগৃহীত

একাদশ জাতীয় সংসদের ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিরা এখন প্রতীক নিয়ে মাঠে ভোটারদের কাছে। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কাজী মনিরুল ইসলাম পেয়েছেন দলীয় প্রতীক নৌকা, বিএনপি সমর্থিত প্রার্থী সালাহ্উদ্দিন আহমেদ পেয়েছেন দলীয় প্রতীক ধানের শীষ। আগামী ১৭ অক্টোবর এই আসনে ভোট গ্রহণ।

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) সোমবার সকালে প্রতিদ্বন্দ্বী পাঁচ প্রার্থীর হাতে নির্বাচনী প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা। দীর্ঘদিন ধরে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসা আওয়ামী লীগের হাবিবুর রহমান মোল্লা গত ৬ মে মারা যান। এরপর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

প্রতিদ্বন্দ্বী অন্যান্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির সমর্থিত প্রার্থী মীর আব্দুস সবুর পেয়েছেন দলীয় প্রতীক লাঙ্গল, ন্যাশনাল পিপলস পার্টি সমর্থিত প্রার্থী মো. আরিফুর রহমান সুমন মাস্টারকে আম এবং বাংলাদেশ কংগ্রেস সমর্থিত প্রার্থী মো. আনছার রহমান শিকদারকে ডাব প্রতীক বরাদ্দ করা হয়েছে।

ইসির তথ্যানুযায়ী, ইলেক্ট্রনিক ভোটিয়ং মেশিনের (ইভিএম) মাধ্যমে এই আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একই সাথে নওগাঁ-৬ আসনের উপনির্বাচনও এদিন অনুষ্ঠিত হবে। দক্ষিণ সিটি করপোরেশনের ৪৮, ৪৯ ও ৫০ নম্বর ওয়ার্ড এবং ডেমরা, দনিয়া, মাতুয়াইল ও সারুলিয়া ইউনিয়ন নিয়ে গঠিত ঢাকা-৫ আসন।


আরো সংবাদ



premium cement
সাবেক চেয়ারম্যান মাহবুবার রহমানের কবর জিয়ারত করলেন জামায়াত আমির আরব আমিরাতে ভারী বৃষ্টিপাত, বন্যায় ওমানে মৃতের সংখ্যা বেড়ে ১৮ ডা. জাফরুল্লাহ চৌধুরী ছিলেন অন্যায়ের বিরুদ্ধে সাহসী কণ্ঠস্বর প্রশাসন ও আদালতকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে সরকার : গণঅধিকার পরিষদ দুই কুলই হারালেন ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম একদিন পর জবিতে উদযাপন হবে নববর্ষ, বন্ধ থাকবে ক্লাস-পরীক্ষা ইসরাইলে হামলার পর ইরানের পরমাণু স্থাপনা ‘সাময়িক’ বন্ধ তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়িয়ে যাবে! স্ত্রীর বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে সাবেক স্বামীর মামলা জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবেলায় গবেষণা আরো বাড়ানো হবে : কৃষিমন্ত্রী রেকর্ড ৪০.৬ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে চুয়াডাঙ্গা

সকল