১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`
ঢাকার দুই সিটি নির্বাচন

ভোটগ্রহণ শেষ : ভোটার উপস্থিতি ছিল খুবই কম

ঢাকা সিটি নির্বাচনে ভোটার উপস্থিতি কম ছিল - ছবি : নয়া দিগন্ত

ঢাকার দুটি সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্ধারিত সময় বিকাল ৪টায় ভোট গ্রহণের ইতি টানা হয়। এবারই প্রথম স্থানীয় এ নির্বাচনে সকল ভোট ইভিএমে গ্রহণ করা হয়েছে।

দুপুর পর্যন্ত ভোটারদের উপস্থিতি ছিল একেবারেই কম। আর বিভিন্ন কেন্দ্রে বিএনপির এজেন্টদের উপস্থিতিও কম ছিল।

বিএনপির অভিযোগ, অনেক জায়গায় তাদের এজেন্টদের ভোটকেন্দ্রে ঢুকতে দেয়া হয়নি। তারা তাদের অভিযোগগুলো লিখিত আকারে নির্বাচন কমিশনের কাছে পেশ করেছেন।

ভোটারদের কম উপস্থিতিতে হতাশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের মনোনীত ঢাকা দক্ষিণের প্রার্থী ফজলে নূর তাপস।

এদিকে, ইভিএমে ভোট দেয়ার বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে মানুষ। অনেকে ইভিএমে সহজে ভোট দিতে পারলেও যান্ত্রিক ত্রুটির কারণে ভোগান্তি পোহাতে হয়েছে অনেককে।

ইভিএমে ভোট দিতে গিয়ে সমস্যায় পড়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা নিজেই।

ভোটগ্রহণ পর্যবেক্ষণ করেছেন বিদেশি দূতাবাসের কর্মকর্তারাও। তবে সকালে বাংলাদেশি নাগরিকদের বিদেশি পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


আরো সংবাদ



premium cement