১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

‘দফা এক দাবি এক, কোটা নট কাম ব্যাক’

বেলা ৩টা থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা গ্রন্থাগারের সামনে বিক্ষিপ্তভাবে জড়ো হতে থাকেন। - ছবি : সংগৃহীত

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিলের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। কর্মসূচির অংশ হিসেবে তারা মিছিল শুরু করেছেন। এ সময় তারা ‘দফা এক দাবি এক, কোটা নট কাম ব্যাক’সহ বিভিন্ন স্লোগান দেন।

আজ সোমবার বিকেল ৪টার কিছু আগে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে থেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’র ব্যানারে কোটাবিরোধী আন্দোলনকারীদের মিছিল শুরু হয়। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে মিছিলটি বিকেল সাড়ে ৪টায় শাহবাগ মোড়ে যায় এবং মোড়টি অবরোধ করে।

বেলা ৩টা থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা গ্রন্থাগারের সামনে বিক্ষিপ্তভাবে জড়ো হতে থাকেন। সোয়া ৩টার দিকে টিএসসি থেকে মিছিল নিয়ে গ্রন্থাগারের সামনে আসেন বামপন্থী সাতটি ছাত্রসংগঠনের মোর্চা গণতান্ত্রিক ছাত্রজোটের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা। কোটাবিরোধী আন্দোলনে একসাথে সংগঠিতভাবে আজই তাদের প্রথম অংশগ্রহণ। এর আগে বিক্ষিপ্তভাবে তাদের কেউ কেউ আন্দোলনে অংশ নিচ্ছিলেন। তাদের পর বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা মিছিল নিয়ে গ্রন্থাগারের সামনে আসতে থাকেন।

গ্রন্থাগারের সামনে জড়ো হওয়া শিক্ষার্থীরা ‘দফা এক দাবি এক, কোটা নট কাম ব্যাক’, ‘কোটা না মেধা, মেধা মেধা’ প্রভৃতি স্লোগান দিতে থাকেন। বেলা পৌনে ৪টা বাজতে বাজতে গ্রন্থাগারের সামনের চত্বরটি পরিপূর্ণ হয়ে ওঠে। বেলা ৩টা ৫৫ মিনিটে গ্রন্থাগারের সামনে থেকে মিছিল শুরু হয়।

আজ টানা দ্বিতীয় দিনের মতো ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করছেন কোটাবিরোধী আন্দোলনকারীরা। কর্মসূচির অংশ হিসেবে গতকাল রোববার রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা সড়ক অবরোধ করেন।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে আজও ক্লাস-পরীক্ষা বর্জনসহ ছাত্র ধর্মঘট পালন করছেন আন্দোলনকারীরা।


আরো সংবাদ



premium cement
‘আপত্তিকর ভাষা’ ব্যবহারে শাস্তি পেলেন জোসেফ শ্রীমঙ্গলে হত্যা মামলায় প্রেমিক গ্রেফতার জামায়াত নেতা কাজী ফজলুল করিমের মৃত্যুতে ড. রেজাউল করিমের শোক প্রকাশ বাংলাদেশের স্বার্থ রক্ষায় দেশের মানুষকে সাথে নিয়ে মাঠে থাকব : মুন্না আমতলীতে ব্যবসায়ীকে আত্মহত্যার প্ররোচনায় জড়িতদের বিচার দাবি সিরিয়া নিয়ে আশা ও শঙ্কা ইসরাইলের সিরিয়ায় বাশারের পতনে ইসরাইল কতটুকু লাভবান অস্ত্র ব্যবহার করতে পারবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ৫৭৯ কর্মকর্তা লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হতাহত ৫ এ দেশে রাজনীতি করতে হলে জনগণের সেবক হয়েই রাজনীতি করতে হবে : সেলিম উদ্দিন এখন সময় শান্তি ও স্থিতিশীলতার : অন্তর্বর্তী প্রধানমন্ত্রী

সকল