১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সুইমিং পুলে গোসল করতে নেমে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

- ছবি - ইন্টারনেট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শারীরিক শিক্ষা কেন্দ্রের সুইমিং পুলে গোসল করতে নেমে এক শিক্ষার্থী মৃত্যু হয়েছে। তার নাম মুহাম্মদ সোয়াদ (১৯)। তিনি ঢাবির দর্শন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

আজ সোমবার দুপুর সোয়া ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোয়াদকে হাসপাতালে নিয়ে আসা সহপাঠী মো: সোহাগ জানান, দুপুরে ঢাবির অনেক শিক্ষার্থী সুইমিং পুলে গোসল করছিল। সেখানে সাঁতার কেটে একপাশ থেকে অন্যপাশে যাচ্ছিল অনেকে। সোয়াদ পুলের পানিতে ডুবে গিয়েছিল। সাথে সাথে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ মো: মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোয়াদের লাশ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি শাহবাগ থানা পুলিশ তদন্ত করছে।

মুহাম্মদ সোয়াদের বাড়ি বগুড়া জেলায়। তিনি হাজী মোহাম্মদ মহসিন হলের আবাসিক ছাত্র ছিলেন। তার সাঁতার জানা ছিল বলে জানান সহপাঠীরা। তবে কিভাবে পানিতে তলিয়ে গেছেন, তা জানাতে পারেনি।


আরো সংবাদ



premium cement