জবির আইন বিভাগের চেয়ারম্যানের পদত্যাগ
- জবি প্রতিনিধি
- ০১ এপ্রিল ২০২৪, ২১:৫৫
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সরকার আলী আক্কাস বিভাগীয় চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন।
সোমবার তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর ইস্তফাপত্র জমা দেন।
বিষয়টি নিশ্চিত করে সরকার আলী আক্কাস বলেন, আমি ব্যক্তিগত কারণে আজ বিভাগের চেয়ারম্যান পদের দায়িত্ব ও কার্যক্রম থেকে ইস্তফা দিয়েছি। এখন থেকে শুধু আইন বিভাগের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করব।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আইনুল ইসলাম বলেন, আমরা তার ইস্তফা পত্র পেয়েছি, সেটা গ্রহণ করা হয়েছে। খুব দ্রুতই নতুন চেয়ারম্যান নিয়োগ দেয়া হবে।
উল্লেখ্য, সদ্য পদত্যাগ করা চেয়ারম্যান অধ্যাপক ড.আক্কাস আলী সরকার এক যুগেরও বেশি সময় ধরে আইন বিভাগের চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব পালন করে আসছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা