১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

পাঠ্যপুস্তকনির্ভর শিক্ষা শিশুদের নির্মল শৈশব কেড়ে নিচ্ছে : জাকির

- ছবি : বাসস

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন বলেছেন, পাঠ্যপুস্তকনির্ভর শিক্ষা শিশুদের নির্মল শৈশব কেড়ে নিচ্ছে। ফলে শৈশবের আনন্দবঞ্চিত শিশুদের স্বাভাবিক বিকাশ হচ্ছে না।

আজ বুধবার প্রাথমিক শিক্ষা অধিদফতর মিলনায়তনে আন্তঃপিটিআই সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার যে শিক্ষানীতি বাস্তবায়ন করছে, সেখানে স্কুলভীতির পরিবর্তে শিশুদের জন্য প্রীতির পরিবেশ সৃষ্টি করবে। প্রতিটি স্কুল হবে আনন্দের রঙিন ফুল।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ। স্বাগত বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক এস এম আনসারুজ্জামান।

আলোচনা শেষে প্রতিমন্ত্রী প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement