২৭ মার্চ ২০২৩, ১৩ চৈত্র ১৪২৯, ৪ রমজান ১৪৪৪
`

ভিসির বাসভবনের সামনে দাবি নিয়ে ঢাবি ছাত্রীরা

ভিসির বাসভবনের সামনে দাবি নিয়ে ঢাবি ছাত্রীরা - ছবি : সংগৃহীত

বিভিন্ন অভিযোগে হল প্রভোস্টের পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়েছে বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলের আবাসিক ছাত্রীরা।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাত ৯টার পর অবস্থান নিয়ে দাবি জানায় তারা।

ছাত্রীরা হল প্রভোস্ট ড. নাজমুন নাহার পদত্যাগ না করা পর্যন্ত অবস্থান চালিয়ে যাওয়া ঘোষণা দিয়েছে।

ছাত্রীরা নিম্নমানের খাবার, ক্যান্টিনে খাবারে উচ্চদাম, তৃতীয়/চতুর্থ বর্ষে উঠেও হলে সিট না পাওয়া, ক্যাম্পাসে যাতায়াতের ব্যবস্থা সমস্যা ছাড়াও প্রভোস্টে উদাসীনতার কথা জানায়। তিনি ছাত্রীদের সাথে দুর্ব্যবহার করেন বলেও অভিযোগ করে ছাত্রীরা।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাবির প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী।

ভিসিকে বিভিন্ন দাবি জানাতে ইতোমধ্যে ছাত্রীদের একটি প্রতিনিধি দল তার বাসভবনে প্রবেশ করেছে।


আরো সংবাদ


premium cement