১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫
`

হারিয়ে যাওয়া এসএসসির ৫০ খাতা ১৩ ঘণ্টা পর উদ্ধার

হারিয়ে যাওয়া এসএসসির ৫০ খাতা ১৩ ঘণ্টা পর উদ্ধার - ছবি : সংগৃহীত

যশোর শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ইংরেজি প্রথমপত্রের ৫০টি খাতা হারিয়ে যাওয়ার প্রায় ১৩ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ইংরেজি বিষয়ের পরীক্ষক স্কুলশিক্ষক এমএম বোরহান উদ্দীন খাতাগুলো নিয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল থেকে পড়ে যায়।

উপজেলার শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক এসএসসি পরীক্ষার পরীক্ষক এম এম বোরহান উদ্দীন বলেন, ‘মূল্যায়নের জন্য আনা এসএসসি পরীক্ষার ইংরেজি বিষয়ের ৫০টি খাতার একটি বান্ডিল মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মোটরসাইকেল থেকে নওয়াপাড়া-ধোপাদি সড়কের কোনো এক স্থানে পড়ে যায়। খাতার বান্ডিল হারানোর পর আমি সারারাত খোঁজাখুঁজি করেছি। ১৩ ঘণ্টা পর আজ বুধবার সকাল সাড়ে ৯টার সময় বুইকারা গ্রামের জগবাবুর মোড় নামক স্থানে রাস্তার পাশে পড়ে থাকা খাতার সন্ধান মেলে। পরে আমি নিজে গিয়ে খাতার বান্ডিল উদ্ধার করি। ’

এ ব্যাপারে যশোর জেলা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক এসএম ফারুক আহমেদ বলেন, ‘খাতা হারিয়ে যাওয়া খবর শুনে আমি খুব চিন্তিত হয়ে পড়েছিলাম। স্থানীয় সাংবাদিকদের সহযোগিতায় খাতার বান্ডিল উদ্ধার করা সম্ভব হয়েছে। অক্ষত অবস্থায় হারিয়ে যাওয়া ৫০টি খাতা ফিরে পাওয়া আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি। ’

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান জানান, খাতা হারিয়ে যাওয়ার বিষয়ে থানায় কোনো অভিযোগ দেয়া হয়নি। উদ্ধার হওয়ার তথ্যও জানা নেই।

এ বিষয়ে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র বলেন, খাতা হারানো বা উদ্ধারের বিষয়ে কোনো শিক্ষক আমাদের কোনো তথ্য জানাননি। তবে এ ধরনের ঘটনায় থানায় অভিযোগ দেয়ার নিয়ম আছে। আমরা বিষয়টি খতিয়ে দেখব।

 

 

 

 


আরো সংবাদ



premium cement