১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

শাবিপ্রবিতে আন্দোলনরত ছাত্রীদের ওপর ছাত্রলীগের হামলা

শাবিপ্রবির বেগম সিরাজুন্নেছা চৌধুরী ছাত্রী হলের শিক্ষার্থীদের আন্দোলন - ছবি : নয়া দিগন্ত

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বেগম সিরাজুন্নেছা চৌধুরী ছাত্রী হলের প্রভোস্ট কমিটির পদত্যাগের দাবিতে আন্দোলনরত ছাত্রীদের ওপর ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ছাত্রলীগ কর্মীরা এই হামলা চালায় বলে অভিযোগ করা হয়।

তবে শাবিপ্রবি প্রশাসন বলছেন- ছাত্রলীগের হামলা নয়, আন্দোলনকারী শিক্ষার্থীদের দুই গ্রুপে বিশৃঙ্খলা হয়েছে।

এর আগে শাবিপ্রবির বেগম সিরাজুন্নেছা চৌধুরী ছাত্রী হলের প্রভোস্ট কমিটির পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার গভীর রাত থেকে আন্দোলনে নামেন ওই হলের ছাত্রীরা। পরদিন শুক্রবার বিকেলে প্রভোস্টের রুমে তালা ঝুলিয়ে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

পরে শনিবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার আল্টিমেটাম প্রদান করেন তারা। তাদের দাবি মানা না হলে শিক্ষার্থীরা আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা দেয়। সে লক্ষ্যে শনিবার সন্ধ্যায় বেগম সিরাজুন্নেছা চৌধুরী ছাত্রী হলের সামনে শতাধিক ছাত্রী জড়ো হয় এবং আন্দোলন কর্মসূচি পালন করে।

আন্দোলনের একপর্যায়ে শাবি ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।

জালালাবাদ থানার ওসি (তদন্ত ) বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আলমগীর কবির সন্ধ্যা সোয়া ৭টায় নয়া দিগন্তেকে বলেন, ‘ছাত্রলীগের হামলার কোনো ঘটনা আসলে ঘটেনি। আন্দোলনরত শিক্ষার্থীদেরই দুই গ্রুপে বিশৃঙ্খলা তৈরি করেছে। আমরা তাদের দাবি পুরণের আশ্বাস প্রদান করেছি এবং এখান থেকে চলে যেতে বলেছি।’

দেখুন:

আরো সংবাদ



premium cement
‘শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে কাজ করলে বিজয় অনিবার্য’ কারাগারে নারী হাজতিকে হাত-পা বেঁধে নির্যাতন, প্রধান কারারক্ষীসহ ৩ জনের বদলি প্যারিসে ইরানি কনস্যুলেটে ঢুকে আত্মঘাতী হামলার হুমকিদাতা গ্রেফতার প্রেম যমুনার ঘাটে বেড়াতে যেয়ে গণধর্ষণের শিকার, গ্রেফতার ৫ ‘ব্যাংকিং খাতের লুটপাটের সাথে সরকারের এমপি-মন্ত্রী-সুবিধাবাদী আমলারা জড়িত’ ইরানের সাথে ‘উঁচু দরের জুয়া খেলছে’ ইসরাইল! অসুস্থ নেতাকর্মীদের পাশে সালাম-মজনু গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু মসজিদের ভেতর থেকে খাদেমের ঝুলন্ত লাশ উদ্ধার মোরেলগঞ্জে সৎভাইকে কুপিয়ে হত্যা দুবাই পানিতে তলিয়ে যাওয়ার কারণ কি কৃত্রিম বৃষ্টি ঝরানো?

সকল