২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ঢাবি’র ‘গ’ ইউনিটের পরীক্ষায় শাবিতে উপস্থিতি ৮২ শতাংশ

ঢাবি’র ‘গ’ ইউনিটের পরীক্ষায় শাবিতে উপস্থিতি ৮২ শতাংশ -

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার সম্পন্ন হয়েছে। এতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৪২৮ জন শিক্ষার্থীর মধ্যে ৩৫১ জন উপস্থিত ছিলেন। পরীক্ষায় উপস্থিতির হার ৮২ শতাংশ, অনুপস্থিতি ১৮ শতাংশ।

শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ‘গ’ ইউনিট ভর্তি কমিটির সমন্বয়ক ও স্কুল অব ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস এডমিনিস্ট্রেশনের ডিন অধ্যাপক ড. মো: খায়রুল ইসলাম।

তিনি বলেন, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই ঢাবির ‘গ’ ইউনিটের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষায় ৪২৮ শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৩৫১ জন, অনুপস্থিত ৭৭ জন। এতে উপস্থিতির হার ছিল ৮২ শতাংশ, অনুপস্থিত ১৮ শতাংশ।

এর আগে গত ১ অক্টোবর ‘ক’ ইউনিট এবং ২ অক্টোবর ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ‘ক’ ইউনিটে ২ হাজার ৫৫৬ জন এবং ‘খ’ ইউনিটে ৭৭৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। আগামীকাল ২৩ অক্টোবর ‘ঘ’ ইউনিটে ২ হাজার ১৮৩ জন শিক্ষার্থী শাবির কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।


আরো সংবাদ



premium cement