২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

গুচ্ছ ভর্তি পরীক্ষা : ইবিতে অসঙ্গতির অভিযোগ

- ছবি : নয়া দিগন্ত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুচ্ছ পদ্ধতির অধীনে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ‘এ’ অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষায় পরিদর্শকের দায়িত্বে অবহেলার ফলে অসঙ্গতির অভিযোগ উঠেছে। এর ফলে ভোগান্তিতে পড়তে পারেন ভর্তিচ্ছুরা।

ভর্তি পরীক্ষার্থীদের ওএমআর শিট ও প্রবেশপত্রে স্বাক্ষর করার কথা পরিদর্শকের। কিন্তু ওএমআর শিটে স্বাক্ষর করলেও কয়েকটি কক্ষে শিক্ষার্থীদের প্রবেশপত্রে স্বাক্ষর করেননি পরিদর্শকরা।

রবীন্দ্র-নজরুল কলা ভবনের ১০২ নম্বর কক্ষ এবং ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ২৪৪ ও ৪২৭ নম্বর কক্ষের পরিদর্শকের বিরুদ্ধে এ অভিযোগ পাওয়া গেছে। ফলে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় এ নিয়ে ভোগান্তির আশঙ্কা করছেন ভর্তিচ্ছুরা।

ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, ‘শিক্ষকরা আমাদের ওএমআর শিটে স্বাক্ষর করলেও কারো প্রবেশপত্রে স্বাক্ষর করেননি। চান্স পাওয়ার পর ভর্তির সময় এই প্রবেশপত্র নিয়ে সমস্যা হলে কী করবো? এর দায়ভার কে নেবে? না জানি বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন শেষ হয়ে যায় কি না!’

এ বিষয়ে ১০২ নম্বর কক্ষের দায়িত্বরত শিক্ষক এম এম এ মুক্তাদির মনোয়ার আলী বলেন, ‘প্রবেশপত্রে সিগনেচার করার কোনো নির্দেশনা আমরা পাইনি। ফলে সিগনেচার করিনি।’

তবে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনের ২৩৮, ২৩৯, ২৪০ ও ২৪৪ নম্বর কক্ষের সমন্বয়ক অধ্যাপক ড. বাবলি সাবিনা আযহার বলেন, ‘শিক্ষকদের প্রথমেই ভালোভাবে নির্দেশিকা পড়তে বলেছি। সেখানে এ বিষয়ে নির্দেশনা দেয়া ছিল। এরপরও তারা যদি না বুঝে থাকে আমাকে জানাতে পারতো।’

এ বিষয়ে ‘এ’ ইউনিটের সমন্বয়ক প্রফেসর ড. আবদুস সামাদ বলেন, ‘শিক্ষার্থীদের অভিযোগগুলো ভিসির কাছে পাঠাবো। শিক্ষার্থীদের শনাক্ত করার আরো অনেক সুযোগ আছে। আশা করি বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা কোনো ভোগান্তিতে পড়বে না।’

প্রথমবারের মতো গুচ্ছপদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রথম দিন ‘এ’ ইউনিটের পরীক্ষায় ৯৫ ভাগ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। ২৪ অক্টোবর ‘বি’ ইউনিট ও ১ নভেম্বর ‘সি’ ইউনিটের পরীক্ষা হওয়ার কথা রয়েছে। এছাড়া ইবির ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা স্বতন্ত্রভাবে অনুষ্ঠিত হবে।


আরো সংবাদ



premium cement

সকল