২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

মধুর ক্যান্টিনে ছাত্রদল

মধুর ক্যান্টিনে ছাত্রদল - ছবি : নয়া দিগন্ত

দীর্ঘদিন পর ছাত্রদলের নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হলো রাজনীতির আতুরঘরখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিন।

আজ রোববার সকাল ১০টায় ছাত্রদলের তিন শতাধিক নেতাকর্মী মধুর ক্যান্টিনে উপস্থিত হন। বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হওয়ায় সংগঠনের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে মধুর ক্যান্টিনে আসেন বলে জানান নেতাকর্মীরা।

পরে মধুর ক্যান্টিন থেকে বের হয়ে কলাভবনের সামনে দিয়ে টিএসসির ডাস পর্যন্ত একটি শোডাউন দেন তারা।

শোডাউন শেষে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন।

তিনি বলেন, ছাত্রদল একটি সুশৃঙ্খল সংগঠন। স্বাভাবিক কার্যক্রমের অংশ হিসেবে আমরা এখানে এসেছি। আমরা প্রতিদিন নিয়মিত এখানে আসব এবং সাহসিকতার সহিত আমাদের কার্যক্রম পরিচালনা করব।

একইসাথে তিনি দলের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে প্রতিদিন সুশৃঙ্খলভাবে মধুর ক্যান্টিনে রাজনৈতিক কর্মসূচি পরিচালনার আহবান জানান।

 

এসময় ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহবায়ক রাকিবুল ইসলাম রাকিব, সদস্য সচিব আমান উল্লাহ আমানসহ কেন্দ্রীয় সংসদ, বিশ্ববিদ্যালয় ও মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement