২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ফাজিল পরীক্ষা শুরু ২০ অক্টোবর

- ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীনে ফজিল স্নাতক (সম্মান) পরীক্ষা শুরু হবে ২০ অক্টোবর। রোববার বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক এ কে আজাদ লাভলু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০১৩-১৪ ও ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ফাজিল স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষ (অনিয়মিত) পরীক্ষা-২০১৮, ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ফাজিল স্নাতক (সম্মান) ৪র্থ বর্ষ পরীক্ষা-২০১৭, ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ফাজিল স্নাতক (সম্মান) ৪র্থ বর্ষ পরীক্ষা-২০১৮ এবং ২০১২-১৩ শিক্ষাবর্ষের ফাজিল স্নাতক (সম্মান) ৪র্থ বর্ষ (মান উন্নয়ন) পরীক্ষা-২০১৬ নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (রঁ.ধপ.নফ) পরীক্ষার পূর্ণঙ্গ সূচি প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে সাত দিন আগে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে হবেন।

পরীক্ষা নিয়ন্ত্রক এ কে আজাদ লাভলু বলেন, দীর্ঘদিন করোনা মহামারীর জন্য পরীক্ষা নেয়া সম্ভব হয়নি। সুযোগ পাওয়া মাত্রই পরীক্ষার রুটিন ঘোষণা করেছি। আশা করছি, সুষ্ঠুভাবে পরীক্ষাগ্রহণ সম্পন্ন হবে।


আরো সংবাদ



premium cement