১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

প্রযুক্তি ভাড়া করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : ভিসি আনোয়ার

- ছবি : সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ভিসি অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন বলেছেন, প্রযুক্তি ভাড়া করে কখনোই টেকসই উন্নয়ন সম্ভব নয়। টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন উদ্ভাবন ও বিভিন্ন পণ্যের নিজস্ব বুদ্ধিবৃত্তিক স্বত্ত্ব। এ ধরনের উদ্ভাবন ও গবেষণায় শিক্ষক-শিক্ষার্থীদের আত্মনিয়োগ জরুরি। সোমবার দুপুরে যবিপ্রবির এক ভার্চুয়াল ক্লাসরুমে ‘ইন্ডাস্ট্রি অ্যাকাডেমিয়া পলিসি’ শীর্ষক ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভাপতির বক্তব্যে সিএসআরআইএল-এর টেস্টিং অ্যান্ড কনসালটেন্সি সার্ভিস উইংয়ের প্রধান অধ্যাপক ড মো: ইকবাল কবীর জাহিদ বলেন, বিশ্বের বিখ্যাত সব বিশ্ববিদ্যালয় ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমি রিলেশন’-এর ওপর দাঁড়িয়ে আছে। কারণ বিশ্ববিদ্যালয়ে থাকে গবেষণাগার, গ্রন্থাগার ও শিক্ষক-শিক্ষার্থী। এর মাধ্যমে সহজেই তারা কোনো পণ্য উদ্ভাবন করে তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পারে।

দিনব্যাপী ওয়ার্কশপে যবিপ্রবির ট্রেজারার অধ্যাপক মো: আব্দুল মজিদ, ডিন অধ্যাপক ড. সৈয়দ মো: গালিব, অধ্যাপক ড. সাইবুর রহমান মোল্যা, অধ্যাপক ড. মো: জিয়াউল আমিন, অধ্যাপক ড. মো: নাসিম রেজা, ড. মো: আব্দুল্লাহ আল মামুন, ড. সুমনচন্দ্র মোহন্ত ও ড. মো: মেহেদী হাসানসহ প্রায় সকল বিভাগের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement