২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

ঢাকা কলেজ শিক্ষক পরিষদের নির্বাচন : আব্দুল কুদ্দুস শিকদার ফের সা. সম্পাদক

ঢাকা কলেজ শিক্ষক পরিষদে নির্বাচন সম্পন্ন হয়েছে - ছবি : নয়া দিগন্ত

ঢাকা কলেজ শিক্ষক পরিষদে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: আব্দুল কুদ্দুস শিকদার। উৎসবমুখর ভোটাভুটি শেষে সোমবার সন্ধ্যায় নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়। আজ সোমবার সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে দুপুর ২টা পর্যন্ত। শিক্ষকদের ২২৩ ভোটের বিপরীতে ভোটাধিকার প্রয়োগ করেছেন ২১৩ জন।

শিক্ষকদের দাবি ও অধিকার আদায়ের লক্ষ্যে তাদের প্রতিনিধিত্বকারী এ পরিষদের সাতজন শিক্ষককে দু’বছরের জন্য নির্বাচিত করা হয়। পদাধিকারবলে কলেজের অধ্যক্ষ পরিষদের সভাপতি এবং উপাধ্যক্ষ সহ-সভাপতি হিসেবে কাজ করেন।

নির্বাচনে সাধারণ সম্পাদক হিসেবে ৯৩ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হন ড. মো: আব্দুল কুদ্দুস সিকদার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক পারভীন সুলতানা হায়দার পেয়েছেন ৭৬ ভোট এবং বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো: আলমগীর মিয়া পেয়েছেন ৫৬ ভোট।

নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ১৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন। কোষাধ্যক্ষ পদে পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো: ওবায়দুল করিম ১৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সেবা ও প্রকাশনা সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের প্রভাষক আদনান হোসেন, তিনি পেয়েছেন ১১৮ ভোট। ১৪৪ ভোট পেয়ে ক্রীড়া ও বিনোদন সম্পাদক হিসেবে অর্থনীতি বিভাগের প্রভাষক মো: মাহমুদুর হাসান নির্বাচিত।

এ ছাড়াও নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে প্রথম নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক মো: ফারুক হোসেন। তার প্রাপ্ত ভোট সংখ্যা ১৬৫ এবং অন্য নির্বাহী সদস্য রসায়ন বিভাগের প্রভাষক আসলাম হোসেন ১৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।

গত ১ সেপ্টেম্বর সাতটি পদের বিপরীতে মনোনয়নপত্র দাখিল করেন ১৪ শিক্ষক। স্বাস্থ্যবিধি মেনে, সমাজিক দূরত্ব বজায় রেখে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে নির্বাচন সম্পূর্ণ করতে পেরে আনন্দ প্রকাশ করেন কলেজ অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ সংশ্লিষ্ট শিক্ষকমণ্ডলি।

সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়ে ড. মো: আবদুল কুদ্দুস শিকদার বলেন, ‘শিক্ষকরা আমার উপর দ্বিতীয়বারের মতো আস্থা রেখেছেন। এখন আগের তুলনায় আমার দায়িত্ব বৃদ্ধি পেয়েছে। সর্বোচ্চ চেষ্টা থাকবে ছাত্র-শিক্ষকদের সকল সমস্যা সমাধান করার।’

এ সময় তিনি নির্বাচন কমিশন এবং সকল শিক্ষককে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘সুন্দর ও সুশৃঙ্খল নির্বাচন উপহার দিয়েছেন আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।’

সাধারণ সম্পাদক পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক পারভীন সুলতানা বলেন, ‘আমরা নির্বাচনে বিজিত হয়েও জয়ী হয়েছি। আমরা সবাই সহকর্মী। একে অপরের সহযোগিতায় সবসময়ই পাশে থাকব। আমাদের বিশ্বাস শিকদার স্যার আগের মতো সম্মানের সাথে দায়িত্ব পালন করবেন।’

কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়ে ওবায়দুল করিম বলেন, ‘শিক্ষক পরিষদ নাম থাকলেও এটা মূলত ছাত্র-শিক্ষক উভয়ের আস্থার জায়গা। আমরা এটিকে ধরে রাখার চেষ্টা করবো।’

ঢাকা কলেজ অধ্যক্ষ আই কে সেলিম উল্লাহ খোন্দকার ফলাফল ঘোষণার আগে বলেন, ‘এখানে আপনারা সম্মানিত। সকলেই দেশ গড়ার কাণ্ডারি। আপনারা হাতেই তৈরি হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব। এখানে সকলেই বিজয়ী।’ 


আরো সংবাদ



premium cement

সকল