১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`
তিন প্র্রকৌশল ভার্সিটি

গুচ্ছ পদ্ধতির ভর্তি আবেদন ২০ এপ্রিলের পর

-

দেশের তিনটি সরকারি প্র্রকৌশল ও প্র্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতির স্নাতক ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে আগামী ২০ এপ্রিলের পর। এর আগে ভর্তির নীতিমালা অনলাইনে প্র্রকাশ করা হবে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম প্র্রকৌশল ও প্র্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) একাডেমিক কাউন্সিলের সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ভার্চুয়ালি সভায় চুয়েটের ভাইস চ্যান্সেলর (ভিসি) ও একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম সভাপতিত্ব করেন। একাডেমিক কাউন্সিলের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে চুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী বলেন, সিদ্ধান্ত আগের মতোই রয়েছে। তবে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার জন্য প্র্রস্তাবিত নীতিমালা আগামী ২০ এপ্রিলের মধ্যে অনলাইনে প্রকাশ করা হবে। এরপর ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

তিনি বলেন, পরীক্ষা পদ্ধতি আগের মতোই থাকবে। তবে নম্বর কিছুটা কমানো হয়ে থাকবে। সাধারণ প্র্রকৌশল বিভাগে ৫০০ নম্বর এবং স্থাপত্য বিভাগে অঙ্কনে ১০০ নম্বরসহ ৬০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বিষয় সব নীতিমালা বা সার্কুলারে উল্লেখ থাকবে বলে তিনি জানান।

প্রথমিক সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১২ জুন প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চুয়েট ছাড়া প্রকৌশল গুচ্ছে যাওয়া অন্য দু’টি বিশ্ববিদ্যালয় হলো- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)।


আরো সংবাদ



premium cement
ঢাকায় কাতারের আমিরের নামে সড়ক ও পার্ক তেহরানের প্রধান বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চালু হামলায় কোনো ক্ষতি হয়নি : ইরানি কমান্ডার ইরানের পরমাণু কর্মসূচির ‘কেন্দ্র’ ইস্ফাহান : সাবেক মার্কিন কর্মকর্তা মিয়ানমারের বিজিপির আরো ১৩ সদস্য বাংলাদেশে রুমায় অপহৃত সোনালী ব্যাংকের সেই ম্যানেজারকে চট্টগ্রামে বদলি দুবাইয়ে বন্যা অব্য়াহত, বিমানবন্দর আংশিক খোলা ভারতে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু শুক্রবার সকালে ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ শুক্রবার সকালে ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ১৪ বছরেও হত্যাকাণ্ডের বিচার পায়নি এসআই গৌতম রায়ের পবিবার

সকল