২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

এসএসসি : পাসের হার ও জিপিএ, দুদিকেই এগিয়ে মেয়েরা

এসএসসি : পাসের হার ও জিপিএ, দুদিকেই এগিয়ে মেয়েরা - ছবি : সংগৃহীত

এসএসসিতে এবারও পাসের হারের দিক থেকে ছাত্রদের পেছনে ফেলেছে ছাত্রীরা; জিপিএ-৫ পাওয়ার সংখ্যাতেও মেয়েরাই এগিয়ে রয়েছে। শিক্ষামন্ত্রী দীপু মনি রোববার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে সংবাদ সম্মেলন করে মাধ্যমিকের ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন।

এ পরীক্ষায় এবার ৮২ দশমিক ৮৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৩৫ হাজার ৮৯৮ জন। নয়টি সাধারণ বোর্ডের অধীনে এসএসসিতে এবার ১৬ লাখ ৩১ হাজার ৩০৮ শিক্ষার্থী অংশ নেন। এদের মধ্যে ১৩ লাখ ৬৬ হাজার ২১৮ জন পাস করেছেন। নয় বোর্ডের অধীনে এসএসসিতে এবার পাসের হার ৮৩ দশমিক ৭৫ শতাংশ।

নয় বোর্ড থেকে এবার ৭ লাখ ৯০ হাজার ৩৩৫ জন ছাত্র মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়েছিল। তাদের মধ্যে পাস করেছে ৬ লাখ ৫৫ হাজার ৬২১ জন। পাসের হার ৮২ দশমিক ৯৫ শতাংশ।

অন্যদিকে ৮ লাখ ৪০ হাজার ৯৭৪ জন ছাত্রী এবার এসএসসি দিয়েছিল। তাদের মধ্যে ৭ লাখ ১০ হাজার ৫৯৭ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৮৪ দশমিক ৫০ শতাংশ। সেই হিসেবে এবার ছাত্রদের থেকে ছাত্রীদের পাসের হার বেশি। গত তিন বছর ধরেই মাধ্যমিকে পাসের হারের দিক থেকে ছাত্রীরা এগিয়ে রয়েছে।

আর এবার পূর্ণাঙ্গ জিপিএ, অর্থাৎ পাঁচে পাঁচ পাওয়া এক লাখ ৩৫ হাজার ৮৯৮ শিক্ষার্থীর মধ্যে ৬৫ হাজার ৭৫৪ জন ছাত্র এবং ৭০ হাজার ১৪৪ জন ছাত্রী।

এবার বিজ্ঞান বিভাগের ৯৪ দশমিক ৫৪ শতাংশ, মানবিকের ৭৬ দশমিক ৩৯ শতাংশ এবং ব্যবসায় শিক্ষার ৮৪ দশমিক ৮০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।


আরো সংবাদ



premium cement