২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

এসএসসি পরীক্ষার সংশোধিত সময়সূচী প্রকাশ

এসএসসি পরীক্ষার সংশোধিত সময়সূচী প্রকাশ - ছবি : সংগৃহীত

এসএসসি ও সমমানের পরীক্ষার সংশোধিত সময়সূচী প্রকাশ করা হয়েছে। রোববার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রণ উপ কমিটি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা সংশোধিত সময়সূচী প্রকাশ করেছে। ঢাকার দুই সিটির আসন্ন নির্বাচনের তারিখ ৩০ ডিসেম্বরের পরিবরতে ১ ফেব্রুয়ারি পুনঃনির্ধারণ করায় এসএসসি পরীক্ষা ও দুদিন পেছানো হয়েছে।  নতুন সূচীতে পরীক্ষা ১ ফেব্রুয়ারির পরিবর্তে ৩ ফেব্রিয়ারি অনুষ্ঠিত হবে। 

নতুন সূচি অনুযায়ী, ৩ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত এসএসসির তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা হবে। আর ২৯ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে ব্যবহারিক পরীক্ষা নিতে হবে।

সূচি পরিবর্তনে সব পরীক্ষায়ই পিছিয়েছে, ইংরেজি ও গণিত পরীক্ষার আগে বিরতিও থাকছে। আগের সূচিতে ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র এবং গণিত পরীক্ষার আগে একদিন করে বিরতি ছিল। নতুন সূচিতে অন্য দুটিতে একদিন হলেও ইংরেজি দ্বিতীয় পত্রের আগে দুই দিন বিরতি থাকছে।

এ বছর তিন হাজার ৫১২টি কেন্দ্রে ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী মাধ্যমিক পর্যায়ের চূড়ান্ত পরীক্ষায় অংশ নেবে।

সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর দুদিন আগে ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ভোটগ্রহণের দিন ঠিক করে ইসি। কিন্তু ৩০ জানুয়ারি সরস্বতী পূজা থাকায় দেখা দেয় জটিলতা।

 


আরো সংবাদ



premium cement